যশোরে পুলিশের আলাদা অভিযান ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার-৬

0
264

বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি),কোতয়ালি মডেল থানা চাঁচড়া ফাঁড়ি ও বসুন্দিয়া পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত দুইদিনে ফেনসিডিল গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার নওদা মমিন নগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকুল আহম্মেদ মিঠু,শহরের ধর্মতলা গাজীপাড়ার মৃত মনির খানের ছেলে তারেক হাসান ওরফে অন্তর,চৌগাছা উপজেলার চান্দা আফরা মাদ্রাসার পার্শ্বে মাহবুর রহমান খোকনের ছেলে হাসান রায়হান,শহরের রেলগেট কয়লাপট্টির ওমর আলী গাজীর মেয়ে ও করিম মিয়ার স্ত্রী রেনু বেগম ও সদর উপজেলার বসুন্দিয়া শেখ পাড়ার মৃত ইলিয়াস তালুকদার পালিত পিতা মোঃ খোকন শেখের ছেলে লিটু ওরফে লিলটু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়,বুধবার সন্ধ্যারাত সাড়ে ৭ টায় শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোড বিহারী কলোনীর মোড়স্থ আওয়ামীলীগ যুবলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে মুকুল আহম্মেদ মিঠু ও আব্দুস সালামকে ১১৫ পিস ইয়াবা,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা জানান, শুক্রবার ২০ মার্চ সকাল পৌনে পৌনে ১২ টায় ধর্মতলা গাজীপাড়া তারেক হাসান অন্তরের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০ টার পর সদর উপজেলার আরিচপুর গ্রামের আব্দুল হামিদ এর মুদী দোকানের সামনে থকে হাসান রায়হানকে গ্রেফাতর করে। এসময় তারসহযোগী চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আতর আলীর ছেলে কামাল হোসেন পালিয়ে যায়। হাসানুর রায়হানের দখল হতে ২শ’ বোতল ফেনসিডিল,২টি সাইকেল ৪টি নাইলনের দঁড়ি উদ্ধার করে। এছাড়া,চাঁচড়া ফাঁড়ি পুলিশ জানায়,বুধবার সন্ধ্যায় রেলগেট কয়লাপট্টি রেনু বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।