যশোরে পুলিশের হাতে সাড়ে চারশ’ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার- ৩

0
330

বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে চারশ’ পয়তাল্লিশ পিস ইয়াবা উদ্ধার দেখিয়েছে। এ সময় মাদকবহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে তানভীর আহমেদ ওরফে তামিম,যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে শাহিনুর রহমান ওরফে শাহিন ও বাহাদুরপুর পশ্চিম পাড়ার আলতাফ হোসেন মোল্লার ছেলে আনিসুর রহমান ওরফে টোকন।এ ঘটনায় মাদক আইনে কোতয়ালি মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোশারফ হোসেন জানান,সোমবার রাত সাড়ে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বোলপুর গ্রামের মিজানুর রহমানের মুদি দোকানের সামনে থেকে আনিসুর রহমান টোকনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে,কোতয়ালি মডেল থানার এমসআই এসএম ফুরকান জানান,একই দিন সন্ধ্যারাত আনুমানিক ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের কাজীপাড়া ডায়মন্ড প্রেসের সামনে থেকে শাহিনুর রহমান শাহিনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ ৪৫ পিস ইয়াবা উদ্ধার দেখায়। এছাড়া,এএসআই মোল্লা শফিকুজ্জামান জানান, রাত আনুমানিক পৌনে ৮ গোপন সূত্রে খবর পান সদর উপজেলার খোলাডাঙ্গা মফিজপাড়া এলাকায় একদল মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮ টায় উক্ত স্থানে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খোলাডাঙ্গা মফিজপাড়া নজরুল ইসলামের বাড়ির সামনে থেকে তানভীর আহম্মেদ তামিমসহ তার সহযোগীরা দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় তামিমকে ধরে ফেলে। এ সময় তার সহযোগী যশোরের ঝিকরগাছা উপজেলার কাগমারী গ্রামের আব্দুল ওহাবের ছেলে আনোয়ারুল পালিয়ে যায়। গ্রেফতারকৃত তামিমের দখল হতে ২’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here