যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে সাড়ে ১৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

0
281

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৩শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে ২ জনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর আশ্রমরোড এলাকার আব্দুল আলীমের ছেলে আকাশ ও চৌগাছা উপজেলার মাশিলা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে আব্দুর রহমান ।
কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমানসহ একদল পুলিশ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের সময় শহরের আরএন রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে সন্দেহ জনকভাবে আকাশকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে, উক্ত এসআই মঙ্গলবার রাত সোয়া ১১ টায় শহরের রেল রোডস্থ শাহিন আবাসিক হোটেলের সামনে থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে তার দখল হতে ৫শ’পিস ইয়াবা উদ্ধার দেখায়। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি সেকেন্দার আলী খাঁর ছেলে হোসেন আলী ওরফে মরার ঘর ঘেরাও করে। পরে উক্ত ঘরের শোচের ড্রয়ারের মধ্যে থেকে সাড়ে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের খবর জেনে হোসেন আলী পালিয়ে যায়। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here