যশোরে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকেগুলিভর্তি পিস্তল ও স্বর্ণালংকর চুরি

0
448

এম আর রকি : শহরের পুরাতন কসবা বিমান বন্দর সড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’তে কর্মরত এসআই মুরাদ হোসেনের ভাড়া বাড়ি হতে নগদ টাকা ৮রাউন্ড গুলি ভর্তি সরকারি অটোমেটিক পিস্তল,স্বর্ণালংকর চুরি হয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় চুরি মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তর দায়িত্ব নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল এসএম নাইমুর রহমান এখন মাঠে। মাত্র ৫ দিনের ব্যবধানে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত দু’জন কর্মকর্তার ভাড়াবাড়িতে দুঃ সাহসিক চুরির ঘটনায় ঘটেছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই মুরাদ হোসেন রোববার কোতয়ালি মডেল থানায় বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,সে যশোর শহরের পুরাতন কসবা বিমান বন্দর সড়ক জনৈক জাফর আলীর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার স্ত্রী ও সন্তান শ্বশুর বাড়িতে যায়। গত ৯ সেপ্টেম্বর রাত ১১ টায় সরকারি দায়িত্ব পালন শেষে মুরাদ ভাড়া বাড়িতে যান। তিনি মাথার কাছে সরকারী ইস্যুকৃত ৮ রাউন্ড গুলি ভর্তি পিস্তল মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে সকাল ৯ টায় উঠে দেখেন ঘরের মধ্যে মালামাল এলোমেলো। পরে দেখেন আলমারি,লকার ভাঙ্গা। তার মধ্যে থাকা নগদ ৪০ হাজার ৫শ’ টাকা,স্ত্রীর ১ভরি ২ আনা স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের দুল,৮ আনা ওজনের স্বর্ণের দুলসহ ১লাখ ১৮ হাজার ৫শ’ টাকার মালামাল নাই। উক্ত এসআই মুরাদ হোসেন দায়েরকৃত এজাহারে প্রকাশ করেছেন,৯ সেপ্টেম্বর রাত ১ টা হতে ভোর রাত সাড়ে ৪ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ৪/৫জন চোর পশ্চিম পাশের জানালার সিক ভেঙ্গে চেতনানাশক স্প্রে করে। পরে ঘরে প্রবেশ করে সরকারী চায়না অটোমেটিক পিস্তল ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন,স্বর্ণালংকর নগদ টাকা ও মালামাল নিয়ে সটকে পড়ে। রোববার ১০ সেপ্টেম্বর সকালে তিনি বাড়িওয়ালা জাফর আলী ও আশপাশের লোকজনকে দেখে চুরির বিষয়টি জানান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা মামলাটি তদন্তর জন্য এডিশনাল এসপি এসএম নাইমুর রহমানকে তদন্তর দায়িত্ব দেন। চুরি বিষয়টি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামানকে জানালে তিনি ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ডিবি অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের রোল কল নেন। রোল কলে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান কর্মরত কর্মকর্তাদের নির্দেশ দেন সরকারি অস্ত্র গুলি বাড়িতে না নিয়ে অফিসে রেখে যাওয়ার পরামর্শ দেন। অপরদিকে, ডিবিতে কর্মরত এএসআই ফিরোজ হোসেনের শহরের শহিদ মশিউর রহমান সড়কের পুলিশ লাইন স্কুল রোড চাকলাদার পাড়া জোসেফ বিশ্বাস ওরফে চুনির ভাড়া বাড়িতে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা হতে ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৩ টার মধ্যে সংঘবদ্ধ চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে নগদ টাকা স্বর্ণালংকর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা মামলাটির তদন্তর কার্যক্রম শুরু করলেও লুন্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকর উদ্ধার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here