যশোরে পৈত্রিক জমির জন্য ভাইভাবীর হাতে ননদ লাঞ্চিতর ঘটনায় মামলা

0
324

বিশেষ প্রতিনিধি : পৈত্রিক জমি বুঝিয়ে না দিয়ে আপন ভাই ও ভাবী এবং তাদের ভাড়া করা সন্ত্রাসীরা গৃহবধূ সেলিনা বেগমের উপর আক্রমন চালিয়ে তার কোলে থাকা ১৭ মাস বয়সের শিশু ছেলে আবিদকে ছুড়ে দিয়েছে। এ ঘটনায় ভাই ভাবীসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, আপন ভাই যশোর সদর উপজেলার চাঁচড়া মোমিনপাড়ার হাশেম আলীর ছেলে আলমগীর হোসেন ওরফে বাবু, তার স্ত্রী লাকী বেগম,তাদের ভাড়া করা সন্ত্রাসী মোয়াজ্জেমের মেয়ে লাবনী বেগম ও ইব্রাহিম গাজীর ছেলে শের আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন।
চাঁচড়া রায়পাড়া মোমিন পাড়ার হাশেম আলীর মেয়ে সেলিনা বেগম কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে বলেছেন,তার পৈত্রিক ৫১শতক জমির মধ্যে সে ৮.৮১শতক জমির মালিক। তার ভাই আলমগীর হোসেন বাবুকে পৈত্রিক জমি বুঝে দেওয়ার কথা বললে নানাভাবে তালবাহনা করে উল্টো হুমকী ধামকী দেয়। গত ২৩ জানুয়ারী মঙ্গলবার সেলিনা বেগম তার মায়ের শারীরিক অসুস্থ্যতার খবর শুনে শিশু ছেলে আবিদকে নিয়ে দেখতে যায়। বেলা সাড়ে ১২ টায় মা রাবেয়া বেগমকে দেখে স্বামীর বাড়ি ফেরার সময় বাড়িতে ভাই আলমগীর হোসেনকে দেখে পৈত্রিক জমি বুঝে দেওয়ার কথা জানালে আলমগীর হোসেনের হুকুমে উল্লেখিত আসামীরা হামলা চালিয়ে কোলে থাকা শিশু ছেলে আবিদকে ছুড়ে ফেলে। গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। সেলিনা বেগম ও তার মা রাবেয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ছেড়ে দেয়। সেলিনা বেগমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here