যশোরে প্রকাশ্যে এক চিকিৎককে ছুরি মেয়ে স্বর্ণের চেইন ছিনতাই

0
541

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. নিলুফা ইসলাম এমিলিকে ছুরি মেরে সোনার চেইন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ডা. নিলুফা ইসলাম এমিলি সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে তিনি হাসপাতাল থেকে রিকসাযোগে উপশহরের ৭ নম্বর সেক্টরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারের গেট পার হওয়ার পর একটি মটরসাইকেলে দুই যুবক এসে রিকসাটি গতিরোধ করে। যুবক দুইজন তার পেটে ছুরি মারতে গেলে বাম হাত দিয়ে ঠেকাই। এতে তার হাতে অনেকখানি কেটে যায়।এ সময় এমিলির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীকারীরা গলা থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ইবসে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার হাতে সেলাই দেওয়া হয়েছে। কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার মিয়া সাংবাদিকদের বলেন, এরকম ঘটনা আমার জানা নেই।উপশহর পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here