যশোরে প্রকাশ্যে যুবক পাপ্পু খুনের ঘটনায় ছয় জনের নামে মামলা,আটক আজগরসহ দু জনকে আদালতে সোপর্দ

0
675

এম আর রকি : যশোর শহরের বড়বাজার সংলগ্ন মাছবাজার একালায় প্রকাশ্যে পাপ্পু হত্যাকা-ের ঘটনায় গত ৩৬ ঘন্টায় কোতয়ালি মডেল থানা পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত অনুরাগ ইসলাম অপু ওরফে গালকাটা অপু ও আজগর হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে নিহতর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।ঘটনার সাথে জড়িত সন্দেহে মাছ ব্যবসায়ী আজগর হোসেনসহ দু জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ । পাপ্পু হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত দু’জনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিরা হচ্ছে, যশোর শহরের বারান্দী নাথপাড়ার আবুল হোসেন আবুর ছেলে কালু, সদর উপজেলার আগ্রাইল গ্রামের আব্দুস সালামের ছেলে সুজন হোসেন, ঝুমঝুমপুরের (সুলতানপুর) শাহ জালালের ছেলে এস এম মিলন ও বারান্দী মোল্লাপাড়ার মজিবুল ইসলাম মিষ্টি।
পাপ্পু ও দীপুর পিতা জিল্লুর রহমান দায়েরকৃত এজাহারে অভিযোগ করেছেন, ছোট ছেলে পাপ্পু বড় বাজার সংলগ্ন মাছ বাজারে মাছের ব্যবসা করেন। তার সাথে আসামি এস এম মিলন ও মজিবুল ইসলাম মিষ্টির মাছের দোকান বসানো নিয়ে পূর্ব হতে শত্রুতা চলে আসছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পাপ্পু মাছবাজার সংলগ্ন জনৈক কালীদাসের দোকানের সামনে চা-বিস্কুট খেতে গেলে উল্লিখিত দু’জন আসামির ইদ্ধনে আসামি অপু, আজগর, কালু ও সুজন ঘটনাস্থলে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অপু পাপ্পুর বুকে ছুরি চালিয়ে দেন। অপুর ছুরিকাঘাতে পাপ্পু ডাস্টবিনের পাশে পড়ে গেলে তার উপর এলোপাতাড়ী কুপিয়ে জখম করেন। এ সময় অন্যান্য আাসামি আজগর, কালু ও সুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পাপ্পুর চিৎকার শুনে ভাই দিপু দৌড়ে রক্ষা করতে এলে তাকেও ছুরিকাঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় দুই সহোদরকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষন পর পাপ্পু মারা যায়। দিপুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন চিকিৎসক। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিপুর অবস্থা শংকটাপন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here