যশোরে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা ॥এক নারী গ্রেফতার-১

0
380

বিশেষ প্রতিনিধি: শহরের বারান্দীপাড়া সরদার পাড়া থেকে প্রকাশ্যে সুরাইয়া রহমান ওরফে উর্মি (১৩) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় আসামী রোকেয়াকে গ্রেফতার করেছে। তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া ঢাকা রোড খেজুর বাগান এলাকার ওদুদ হোসেন ড্রাইভারের স্ত্রী।
শহরের বারান্দীপাড়া মোল্যাপাড়া বর্তমানে বারান্দীপাড়া সরদার পাড়ার সঞ্জয়ের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ সুমনা আক্তার শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েলকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে সুরাইয়া রহমান উর্মি বারান্দীপাড়া লিচুতলা এ ওয়ান স্কুলে ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে ওদুদ হোসেন ড্রাইভারের ছেলে সাইফুল উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি উর্মি তার মা বাবাকে জানায়। উর্মির পিতা মাতা সাইফুলের পিতা ওদুদ হোসেন ড্রাইভার ও মাতা রোকেয়াকে জানায়। তারা তার ছেলেকে শাসন না করে উল্টো আরো লেলিয়ে দেয়। মা বাবার উৎসাহে ছেলে গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উর্মি বাড়ির সামনে শাহিনুরের দোকানে খাবার কিনতে গেলে সাইফুলসহ তার মা বাবাসহ অজ্ঞাতনামা ২/৩জন সাদা রংয়ের প্রাইভেট কার যোগে উর্মিকে ফুসলিয়ে ও জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই ওয়াহিদুজ্জামান শনিবার সকালে সাইফুল ইসলামের মাতা এজাহার নামীয় আসামী রোকেয়াকে গ্রেফতার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা উর্মিকে উদ্ধার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here