যশোরে প্রকাশ্যে স্কুল ছাত্রী অপহরণের কয়েক ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ৩

0
419

বিশেষ প্রতিনিধিP: শহরের বিমান বন্দর সড়ক গোরাপাড়া এলাকা থেকে ৭ম শ্রেনীর ছাত্রী প্রিয়ংকা দাস (১৫) অপহরনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করার হয়েছে। পুলিশ অপহরণের পর অপহৃতা কিশোরীকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িত তিনজনক গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের বিমান অফিস মোড় জনৈক রোজাউল চাকলাদারের বাড়ির ভাড়াটে মৃত আব্দুল মালেক হওলাদারের ছেলে শাহিন হওলাদার,মাতা মোছাঃ ছায়রা বেগম ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা রোজাপুর গ্রামের বর্তমানে শহরের গোরাপাড়া জনৈক মতিয়ার এর বাড়ির ভাড়াটিয়া রবিউল হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন।
যশোর শহরের বিমান বন্দর সড়ক গোরাপাড়ার বাবুল দাস কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলেছেন, শাহিন হাওলাদার তার মেয়ে প্রিয়ংকা দাসকে বিমান বন্দর হাই স্কুলের আসা যাওয়ার প্রাক্কালে উত্যক্তসহ বিয়ের প্রস্তাব দিতো। বাবুল দাস বিষয়টি তার মাতা ছায়রা বেগমকে জানায়। এতে শাহিন হাওলাদার ক্ষিপ্ত হয়ে অপহরনের হুমকী দেয়। গত বুধবার বেলা ১২ টায় প্রিয়ংকা দাস মেহেদী ক্রয়ের জন্য বাড়ির অদূরে মুদী দোকানে যাচ্ছিল। ওই সময় সাদা রংয়ের প্রাইভেট কারে উল্লেখিত আসামীরা প্রিয়ংকা দাসকে জোর পূর্বক অপহরণ করে রাজার হাটের দিকে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় বুধবার রাতে বাবুল দাস উল্লেখিত আসামীদের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। উক্ত ঘটনায় কোতয়ালি মডেল থানার এসআই মানিক চন্দ্র গাইন রাজার হাট এলাকা থেকে প্রিয়ংকা দাসকে উদ্ধার ও শাহিন হাওলাদারসহ তার সহযোগীদের গ্রেফতার করে। বৃহস্পতিবার প্রিয়ংকা দাসকে আদালতে ২২ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here