যশোরে প্রকাশ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী অপহরনের তিন পর উদ্ধার গ্রেফতার ৪

0
388

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্য দিবালো শহরের মুজিব সড়কস্থ পঙ্গু হাসপাতালের সামনে থেকে এক স্কুল পড়–য়া ছাত্রীকে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব,পুলিশের সহায়তায় অপহরণের ৪দিন পর অপহৃতা তানিয়া সুলতানা রুবি ওরফে রুবাইয়া (১৫) কে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের মৃত রোজাউল করিম বিশ^াসের ছেলে জিসান হোসেন, একই উপজেলার শফিয়ার রহমানের মেয়ে ও মাহমুদ হাসানের স্ত্রী শারমিন সুলতানা ওরফে রিনা,শেখ মনোয়ার হোসেনে ছেলে সানোয়ার হোসেন বকুল ও শফিয়ার রহমানের ছেলে রাকিবুল হাসান।
যশোর সদর উপজেলার চাঁচড়া বেড়বাড়ি গ্রামের বর্তমানে ঝুমঝুমপুর আদর্শপাড়া বিলায়েত হোসেন বিলুর বাড়ির ভাড়াটিয়া নুর ইসলামের স্ত্রী মোছা সালমা খাতুন বাদি হয়ে কোতয়ালিমডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে তানিয়া সুলতানা রুবি ওরফে রুবাইয়া পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুল আসা যাওয়ার প্রাক্কালে জিসান হোসেন উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি রুবি তার মা বাবাকে জানালে তারা আসামীদের সহযোগী শারমিন সুলতানা রিনা,সানোয়ার হোসেন বকুল ও রাকিবুল হাসানকে জানায়। তারা বিষয়টি ভাল ভাবে না নিয়ে জিসান হোসেনকে উষ্কানী দেয়। এতে আসামী জিসান ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকী দেয়। গত ১৮ মে সকালে রুবি তার দুলা ভাই যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নুরুজ্জামানকে নগদ ১লাখ টাকা দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়। সকাল ৮ টায় যশোর মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে পাকা রাস্তায় পৌছালে আসামী জিসান হোসেন ও তার সহযোগী উল্লেখিত আসামীরা একটি সাদা রংয়ের মাইক্রোবাস যোগে রুবিকে ফুসলাইয়া মাইক্রোবাসে তুলে চাঁচড়ার মোড়ের দিকে নিয়ে যায়। এ ব্যাপারে সালমা খাতুন আসামীদের সহযোগীদের বাড়িতে খোঁজ খবর নেওয়া ও চাঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজকে বিষয়টি জানায়। পরবর্তীতে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে র‌্যাব-৬ যশোর ক্যাম্প ও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সানোয়ার হোসেন বকুলের বাড়িতে গভীর রাতে রুবিকে উদ্ধার করে। এ সময় জিসান হোসেন, সানোয়ার হোসেন বকুল ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে রুবির কাছ থেকে নগদ ১লাখ টাকা নেওয়া শারমিন সুলতানা ওরফে রিনার বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার আলমারি মধ্যে থাকা নগদ ১লাখ টাকা বের করে দেয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তানিয়া সুলতানা রুবি ওরফে রুবাইয়ার ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারার জবানবন্দী প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here