যশোরে প্রতারক আটক

0
404

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে এক প্রতারককে আটক করেছে পুলিশ। পত্রিকার সম্পাদক ও প্রকাশকের অনুমতি ছাড়া নিজেই সাংবাদিকতার কার্ড তৈরি করে সাংবাদিকতার করার কথা বলে অর্ধশত ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাত করেছে। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় ওই প্রতারকের নামে মামলা দিয়েছে ভুক্তভোগী যশোর শহরের পূর্ববারান্দীপাড়ার মৃত ক্যাপ্টেন এম এ হান্নানের ছেলে আ. হামিদ। প্রতারক একই পূর্ববারান্দীপাড়ার ফুলতলার নাথপাড়া এলাকার রণজিত কুমার শীলের ছেলে বিপ্লব কুমার শীল ওরফে ন্যাংড়া বিপ্লব ওরফে কিংকং।

দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, প্রতারক বিপ্লব নিজেকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জরুরী সংবাদ পত্রিকার খুলনা বিশেষ প্রতিনিধি। আ. হামিদকে ওই পত্রিকায় সাংবাদিকতা করতে হলে কার্ড তৈরি বাবদ ১০ হাজার টাকা চান। দুই দফায় মোট ১০ হাজার টাকা দিলে তাকে গত ৫ জুলাই যশোরের এয়ারপোর্ট এলাকার প্রতিনিধির কার্ড দেয়। পরে ওই পত্রিকার সম্পাদকের মাধ্যমে জানতে পারেন যে তার কার্ডটি আসল নয় ভূয়া। ভূয়া কার্ড দেয়ায় গত ২৩ জুলাই তিনি টাকা ফেরত চান। এরপর টাকা দিতে অস্বীকার করে হুমকি দিতে থাকে। গত ২০ সেপ্টেম্বর তাদের ফুলতলা এলাকায় মা স্টোরে টাকা চাইতে গেলে তাকে দোকানের মধ্যে আটকে জীবন নাশের হুমকি দেয়। এছাড়া ভবিষ্যাতে আবারও টাকা চাইলে তাকে জীবনে শেষ করার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
ভুুক্তভোগী আ. হামিদ আরও উল্লেখ করেছেন, এভাবে প্রায় অর্ধশত ব্যক্তিকে ভূয়া কার্ড দিয়ে কয়েকলাখ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ প্রতারক বিপ্লবকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here