যশোরে প্রতিবন্ধি সৎ মেয়ে সুমী খুনের ঘটনায় ঘাতক নাজমুলের বিরুদ্ধে মামলা

0
325

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার আগ্রাইল পুর্ব পাড়াস্থ সৎ বাবার ছুরিকাঘাতে প্রতিবন্ধি মেয়ে সুমী খাতুন (২৫) খুনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় ঘাতক পিতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলাটি দায়ের করেন প্রতিবন্ধি মেয়ে সুমীর খাতুনের মাতা ও ঘাতক নাজমুল আহসানের স্ত্রী রেশা খাতুন। কোতয়ালি মডেল থানার মামলা নং ৮৪ তারিখঃ ২৯/০৮/১৯ ইং। ধারা ৩০২ পেনাল কোড। মামলাটি তদন্তর দায়িত্ব পেয়েছেন কোতয়ালি মডেল থানার এসআই শাহজুল ইসলাম। নাজমুল আহসান যশোরের বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা কারিকর পাড়ার মৃত কোবাদ আলী চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার গভীর রাত ২ টা হতে মাত্র ১০ মিনিটের মধ্যে ঘুমন্ত প্রতিবন্ধি সুমী খাতুনকে ঘাতক নাজমুল আহসান টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাত দিয়ে বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায। ঘাতক নাজমুল আহসান সুমী খাতুনের ভিক্ষা করা ২০ হাজার টাকা ধার হিসেবে নিয়ে তার প্রথম পক্ষের স্ত্রীর তার ঔরষে মেয়ের বিয়ে দেয়। উক্ত টাকা সময় মতো ফেরত দিয়ে নানাভাবে তালবাহনা করে। নাজমুল আহসান দ্বিতীয় স্ত্রী রেশমা খাতুন ও প্রতিবন্ধি মেয়ে সুমী খাতুনের সাথে ঢাকা থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। প্রতিবন্ধি সুমী খাতুনকে তার মাতা রেশমা ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে ভিক্ষাবৃত্তি করতো। ভিক্ষা বৃত্তির টাকা নাজমুল আহসান ধার স্বরুপ নিয়ে তার প্রথম স্ত্রীর ঘরে থাকা মেয়ের বিয়ে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক নামজুলকে গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here