যশোরে প্রত্যাশার চেয়েও বেশি ফুল চাষ

0
164

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির সংকট কেটে গেছে। আবহাওয়াও অনুকূলে। বিজয় দিবস ঘিরে বেচাকেনাও ভালো হয়েছে। তাই মৌসুমের শুরুতেই উৎফুল্ল হয়ে উঠেছেন ফুলের রাজ্য যশোরের গদখালীর চাষিরা। ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবসসহ সামনের অন্য বিশেষ দিবসগুলোয় ভালো বেচাকেনার আশা চাষিদের।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সরেজমিন গদখালী ঘুরে দেখা যায়, প্রতি পিস গোলাপ ৫ থেকে ৮, গ্লাডিওলাস ১০ থেকে ১৫, জারবেরা ৮ থেকে ১০, রজনিগন্ধা ৬ থেকে ৮, চন্দ্রমল্লিকা ১০০ পিস ১৫০ থেকে ২০০ এবং ১ হাজার গাঁদা ফুল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।