যশোরে প্রথমদিন করোনা টিকা পেল ৪শ’ এইচএসসি পরীক্ষার্থী

0
290

নিজষ্ব প্রতিবেদক: যশোরে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) কেন্দ্রে চারশ’ এইচএসসি পরীক্ষার্থীকে টিকাদানের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। এরমধ্যে সরকারি মহিলা কলেজের দুশ’ ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের দু্ইশ’ জন শিক্ষার্থী রয়েছেন। সকাল নয়টায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর আহসান হাবিব, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম, সিভিল সার্জন শেখ আবু শাহীন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ।
জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানিয়েছেন, ২৫ নভেম্বরের মধ্যে জেলার সকল এইচএসসি পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন সাংবাদিকদের জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। যাদের ১৭ ডিজিটের জন্মসনদ আছে শুধু তারাই টিকা নিতে পারবে। শিক্ষা অফিস থেকে আমাদেরকে তালিকা সরবরাহ করবে। সে অনুযায়ীই সংশ্লিষ্ট কেন্দ্রে টিকা ও স্বাস্থ্যকর্মী পাঠানো হবে।’