যশোরে প্রেস পট্টি থেকে বাইসাইকেল চুরি কালে এক চোর গণধোলাইয়ের শিকার

0
302

নিজস্ব প্রতিবেদক : সন্ধ্যারাতে শহরের বড় বাজার প্রেস পট্টির মধ্যে একটি প্রিন্টিং প্রেসের সামনে থেকে কর্মচারীর বাইসাইকেলের তালা ভেঙ্গে চুরি কালে মারুফ হোসেন রনি নামে এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া গুলগুল্লার মোড় নওশাদের বাড়ির ভাড়াটিয়া ইউসুফের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার মারুফ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা বর্তমানে শেখহাটি মোল্যাপাড়া আমির এর বাড়ির ভাড়াটে হাশেমের ছেলে জাহাঙ্গীর হোসেন বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় চোর মারুফ হোসেন রনির বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সে বড় বাজার প্রেস পট্টির মধ্যে আকাশ প্রিন্টিং প্রেস এর আব্দুল হকের দোকানে কাজ করে। বুধবার ১৭ ফেব্রুয়ারী তিনি উক্ত প্রতিষ্ঠানে অন্যান্য দিনের ন্যায় তার পুরাতন লাল রংয়ের বিএসএ বাইসাইকেল নিয়ে সকালে আসে। উক্ত সাইকেল দোকানের সামনে রেখে কাজে লিপ্ত হন। সন্ধ্যারাত সাড়ে ৭ টায় দেখেন তার বাইসাইকেল উক্ত চোর মারুফ হোসেন রনি তালা ভেঙ্গে চুরি করে পালাচ্ছে। তিনি চোরচোর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বাইসাইকেলসহ চোর রনিকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।