যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা রাসেল খুনের ঘটনায় ১ জনের জবানবন্দি প্রদান,৩ জন রিমান্ডে

0
510

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শ্মশান পাড়ায় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল খুনের সাথে জড়িত গ্রেফতারকৃত ৪জনের মধ্যে সাগর হত্যাকান্ডের সাথে জড়িত স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেন্স আহসান উল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সাগর হোসেন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ার শানু ফকিরে ছেলে। শনিবার ১৮ এপ্রিল যশোর জডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিন হুসাইনের আদালতে স্বেচ্ছায় সাব্বির আহমেদ রাসেল ও তার ভাই আল আমিনকে মারপিটের বর্ণনা করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আরো জানান, অপর গ্রেফতার কৃত আসামী ইমদাদুল হক এমে, ওমর আলী, রেজাউল ইসলামকে শনিবার মামলা সংক্রান্ত ব্যাপারে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ১৮ এপ্রিল আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক শুনানী শেষে ইমদাদুল হক এমে,ওমর আলী ও রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১ রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছেন তবে মামলার তদন্তর স্বার্থে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।