যশোরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের আনসার সদস্য মকদম আলী চায়না রাইফেলের গুলি বর্ষনে আত্মাহুতি দিয়েছে

0
361

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ভোর রাতে আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহী (২৬১১৯) মোঃ মকদম আলী (৫১) ইস্যুকৃত চাইনা রাইফেল দিয়ে নিজ শরীরে গুলি করে আত্মহুতি দিয়েছে। তিনি টাঙ্গাইল জেলার ভূয়া পুর থানার বিল আমুলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। ঘটনার ভোর রাতে নিহর মোবাইল ফোনে কথোপকথনের সূত্রধরে ফজরের নামাজ আদায় করে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার জানান, বিগত এক মাস পূর্বে ৭ আনসার ব্যাটালিয়ন নাভারণ শার্শা থেকে ব্যাটালিয়ন সিপাহী মকদম আলী বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে আসে। তিনি ক্যাম্পে আসার পর তার নামে ইস্যুকৃত চায়না রাইফেল নিয়ে তিনি ডিউটি করে। ওই ক্যাম্পে কর্মরত আনসার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক আবু জাফর সঞ্জিত কুমারকে জানান,বৃহস্পতিবার ভোর রাতে সিপাহী মোঃ মকদম আলীর মোবাইল ফোনে একটি কল আসে। উক্ত কল বাজতে থাকলেও মকদম আলী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যাওয়ায় উক্ত মোবাইল কলটি তিনি ধরতে দেরী করে। পরবর্তীতে তিনি পুনরায় কল আসলে রিসিভ করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তিনি ফজরের নামাজ আদায় করে ফোন করে জানান তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গিয়েছিলেন। তারপরও তিনি মন খারাপ অবস্থায় বসুন্দিয়া ক্যাম্পে ফিরে নিজের ব্যারাকে ঢুকে তার নামে ইস্যুকৃত চায়না রাইফেল নিজের মুখের দিকে তাক কলে গুলিবর্ষন করে। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত ইনচার্জ সঞ্জিত কুমারসহ অন্যান্যরা দ্রুত এগিয়ে যান। গিয়ে দেখেন মকদম আলী পড়ে রয়েছেন। পরবর্তীতে দেখতে পান তার বুকের নীচে তার নামে ইস্যুকৃত চায়না রাইফেল ও পাশে এক রাউন্ড গুলির খোসা পড়ে রয়েছে। এক রাউন্ড গুলি তার মুখের থুতনীর নীচ হতে মাথার তালু ভেদ করে উপরে ছাদে দিয়ে লাগে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের ময়না তদন্ত সম্পন্নর পর তার বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী জানাগেছে পারিবারিক কারনে মকদম আলী আত্মহুতির ঘটনা ঘটিয়েছে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here