যশোরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

0
443


বিশেষ প্রতিনিধি : যশোর উপশহর খালপাড় এলাকার বস্তিবাসীরা সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উচ্ছেদের প্রতিবাদের তারা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বস্তিবাসীর পক্ষে মাহবুবুর রহমান বলেন, উপশহর হাউজিংয়ের স্টেট কর্মকর্তা দীপক কুমার রায় তিন দিন পূর্বে খালপাড় বস্তি ছেড়ে দেয়ার জন্য তাদের জানিয়ে দেন। মৌখিক নোটিশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে খালপাড় এলাকার সকল অবৈধ স্থাপনা নিজ উদোগে সরিয়ে না নিলে প্রশাসন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে। রোববার এই নিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বস্তিবাসীর পক্ষে যুবক রাজ বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় পাঁচ শতাধিক লোক উপশহর খালপাড় এলাকায় বসবাস করে আসছেন।
এদের মধ্যে ৪৫ জন স্বামী পরিত্যাক্তা মহিলা রয়েছেন। সহায় সম্বলহীন অসহায় বস্তিবাসী পূর্ণবাসন ছাড়া এ উচ্ছেদের তারা প্রতিবাদ জানিয়েছেন। বস্তিবাসী পক্ষে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুক্তার হোসেন, মনির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here