যশোরে বাংলা নববর্ষ উৎযাপিত ॥ নন্দনের নান্দনিক পালকিতে শোভা বাড়ায় মঙ্গল শোভাযাত্রায়

0
724

ডি এইচ দিলসান : উৎসব মুখোর পরিবেশের মধ্যে দিয়ে যশোরে উৎযাবিত

হল বাংলা নববর্ষ ২০১৫। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও ভোর ৬টা ৩১ মিনিটে পৌরপার্কে উদীচী যশোরের সঙ্গীতায়োজনের মাধ্যমে শুরু হয় পহেলা বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। যদিও এর আগে ৬টা ১ মিনিটে যশোর নব কিশালয় মা

ঠে শুরু হয় বিবর্তন ও সুরধনীর বৈশাখ বরন অনুষ্ঠান ঢাকার বাইরে পয়লা বৈশাখের সবচেয়ে বড় আয়োজন হয়

যশোরে। সূর্য ওঠার সাথে সাথেই হাজারো নারী-পুরুষ-শিশু বর্ণিল পোশাকে নেমে আসবে রাস্তায়।পৌরপার্ক তো বটেই আশপাশের মুন্সি মেহেরুল্লাাহ সড়ক, জজ কোর্ট, প্রেসকাব, মুজিব সড়ক, মাওলানা মোহাম্মদ আলী সড়ক ছাড়িয়ে শহরের কেন্দ্রস্থল দড়াটানা অবধি পা ফেলার জায়গা ছিলো না কোথাও।যশোরে পয়লা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। সকাল ৮.৩০ মিনিটে কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসনের সহায়তায় এ শোভাযাত্রায় নন্দন যশোর, চাদেরহাট সহ যশোরে প্রায় সবকটি সংগঠন একহয়ে শোভাযাত্রা বের করে। এবারের শোভাযাত্রায় মূল আকর্ষন ছিলো নন্দন যশোরের পালকি। এছাড়া নৌকা, হাতি ও বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলে বিভিন্ন সংগঠন।
এদিকে বিকেলে যশোর জেলা স্কুল মাঠে পুনশ্চ, টাউন হল ময়দানে শেকড় ও কালেক্টরেট পার্কে চাদের হাট বর্ষ বরনের অনুষ্ঠান করেন।
এদিকে আগামী ৪ঠা বৈশাখ টাউন হল ময়দানে নন্দন যশোর আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here