যশোরে বাল্য বিয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের

0
367

বিশেষ প্রতিনিধি : শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় এক নাবালিকা মেয়েকে বিয়ের দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা তানভীর হাসান তালেব ও তার বন্ধু অপুকে মারপিটের এক পর্যায় ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, শহরের পূর্ব বারান্দীপাড়া বৌ বাজার এলাকার আবুল হোসেনের ছেলে কসাই মনি,একই এলাকার মতলেবের ছেলে ইমরান,পটুয়ার ছেলে রাসেল ওরফে ইংরেজ রাসেল, ইসমাইল হোসেনের ছেলে শিমুল ইসমাইল হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
বারান্দীপাড়া কদমতলার তানভীর হাসান তালেবের স্ত্রী ফারহানা ইয়াসমিন রানী কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন, একই এলাকার জালাল হোসেনের ষষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত নাবালিকা মেয়ে মারিয়া খাতুন (১১) কে একই এলাকার মাসুদ হোসেনের ছেলে হৃদয়ের সাথে বিয়ে দেয়। বিয়ের বিষয়টি গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার সময় তানভীর হাসান তালেব ও তার বন্ধু অপু পূর্ব বারান্দীপাড়া বৌ বাজার নিপুর বাড়ির সামনে মনির কসাইকে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেনের হুকুমে আসামীরা তালেবকে এলোপাতাড়ীভাবে মারপিট ও ছুরিকাঘাত করে। অপু ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। আসামীরা তালেবের প্যান্টের পকেট হতে নগদ ৫ হাজার ৪ শ’ টাকা নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তালেবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here