যশোরে বাসের মধ্যে ষোড়শী ধর্ষনের আরেক আসামী গ্রেফতার আদালতে জবানবন্দি প্রদান

0
481


বিশেষ প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারী রোববার রাতে যশোরে ষোড়শী গণধর্ষণ মামলার অপর আসামি সুমন খাঁ গ্রেফতার হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বুধবার সকালে নড়াইলের কালনাঘাট থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-৬ এর একটি টিম। সুমন খাঁ নড়াইলের মিরাপাড়া মধ্যপাড়ার হারুন খাঁ’র ছেলে। তাকে গ্রেফতারের পর বুধবার যশোর আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, যশোরের বাঘারপাড়ার উপজেলার এক ষোড়শী গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় যশোর শহরের বকচর হুশতলা এলাকার একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে গণধর্ষণের শিকার হয়। ধর্ষিতা ষোড়শীকে শহরের মণিহার এলাকা থেকে উদ্ধার করেন কোতয়ালী মডেল থানার এসআই নুর ইসলাম। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী ২৫ ফেব্রুয়ারি সোমবার কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দু জনকে আসামি করা হয়। এরা হচ্ছে-শহরের বকচরের শফি শেখের ছেলে রমজান শেখ ও নড়াইলের সুমন খাঁ। মামলা দায়েরের পর কোতয়ালি মডেল থানা পুলিশ ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম অভিযুক্ত দু জনকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিমা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান ধর্ষক এজাহার নামীয় আসামি রমজান শেখকে গ্রেফতার করেন। রমজান শেখকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর আসামি সুমন খাঁকে বুধবার সকালে র‌্যাব সদস্যরা নড়াইলের কালনাঘাটে বাসের ভেতর থেকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্ত সাংবাদিকদের জানান, আটক সুমন খাঁকে বুধবার আদালতে সোপর্দ করেন। আদালতের বিজ্ঞ বিচারকের সামনে সুমন খাঁ স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সুমন খাঁ আদালতকে জানিয়েছে যে, ওই ঘটনার সাথে তারা মোট ৩ জন জড়িত ছিল। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here