যশোরে বাস্কেটবল প্রতিভা অন্বেষণ কর্মসূচি সম্পন্ন

0
207

ক্রীড়া প্রতিবেদক : যশোরে শুক্রবার শেষ হয়েছে বাস্কেটবল (মহিলা) প্রতিভা অন্বেষণ কর্মসূচি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এ প্রশিক্ষণ কর্মসূচি। ১৫ জন প্রতিযোগী অংশনেন এ প্রশিক্ষণে। বয়স ১৫ থেকে ২১ বছর। গতকাল বিকেলে জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বক্তব্য রাখের যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল , বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল ও যুগ্মসম্পাদক এজাজ উদ্দিন টিপু। সভাপতিত্ব করেন বাস্কেটবল পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট চুন্নু সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রী সাহা মনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বহী সদস্য খায়েরুজ্জামন বাবু, ইউসুফ হাসান ও বাস্কেটবল পরিষদের নেতৃবৃন্দ।