যশোরে বিকাশ একাউন্টের মাধ্যমে এক ব্যক্তি দুই লক্ষাধিক টাকা খুইয়েছে

0
619

বিশেষ প্রতিনিধি : বিকাশের মাধ্যমে প্রতারণা মূলক এক ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকা কৌশলে আত্মসাতের অভিযোগে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২০ জানুয়ারী রোববার বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে।
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া বর্তমানে শহরের পুরাতন কসবা পুলিশ লাইন্স মসজিদের বিপরীত পাশের্^ শুভ নিলয় বাড়ির ভাড়াটিয়া শহীদ কাজী আইয়ূব হোসেনের ছেলে শহীদ কাজী সাইদ ওরফে শাহিন জানান,তিনি যশোর শহরের আরএনরোডস্থ মেসার্স এনএস অটো দোকানের হেলমেট ব্যবসা করে। ২০ জানুয়ারী রোববার বিকেল ৩ টায় তার গ্রামীন নাম্বারে ররি নাম্বার থেকে ফোন করে এক ব্যক্তি বলেন,ঢাকা মহাখালী বিকাশ অফিস থেকে বলছি বলে পরিচয় দেয়। পরিচয় দিয়ে আরো জানান,আপনার বিকাশ একাউন্ট নবায়নের শেষ দিন আজ। আপনি বিকাশ একাউন্টের কোড নাম্বার বলুন। কোড নম্বর বলার আগে শাহিন তার বিকাশ একাউন্ট ব্যালেন্স যাচাই করে দেখেন তার হিসাব মতে ব্যালেন্স ঠিক আছে। পরবর্তীতে তিনি প্রতারণার কবলে পড়ে উক্ত নাম্বারে মেসেজ এর মাধ্যমে কোড নাম্বার জানানোর পর তিনি দেখতে পান তার বিকাশ একাউন্টে ব্যালেন্স থেকে ২লাখ ৯ হাজার ৮শ’ ৩৬ টাকা নেই। তিনি বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারেন প্রতারণার মাধ্যমে তার বিকাশ একাউন্ট থেকে উক্ত টাকা উত্তোলন করেছেন। এ ব্যাপারে যশোর বিকাশ অফিসে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন প্রতারণার শিকার হন তিনি। পরে তিনি সোমবার বিকেলে কোতয়ালি মডেল থানায় প্রতারণা মূলক নাম্বারের মাধ্যমে টাকা খুয়ানোর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here