যশোরে বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্ত্রী কর্তৃক হামলা টাকা লুটের ঘটনায় মামলা

0
393

বিশেষ প্রতিনিধি : বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও গৃহবধূ শাহানাজ খাতুন সাবেক স্বামী মিজানুর রহমানের গতিরোধ করে প্রকাশ্যে ছুরিকাহত করে নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মৃত চানমিয়ার ছেলে বিল্লাল হোসেন,মৃত ফজর আলীর ছেলে মিজানুর রহমান ও তার মেয়ে মোছা: শাহানাজ খাতুনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
যশোরের মনিরামপুর উপজেলার বাকাশপোল গ্রামের বৃদ্ধ মনছোপ আলী মোড়ল কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে মিজানুর রহমানের সাথে বিগত ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর শাহানাজ খাতুনের বিয়ে হয়। পরবর্তীতে ২০১৬সালের ১৫ মে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর হতে শাহানাজ খাতুন মিজানুর রহমান ও তার পরিবারকে হয়রানী করতে আদালতে মামলা দায়ের করে। উক্ত মামলায় মিজানুর রহমান গত ২৮ ফেব্রুয়ারী সকালে যশোর আদালতে হাজিরা দিয়ে গরীবশাহ সড়কের জেনেসিস হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা ১১ টায় শহরের বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরালের পিছনে পৌছানো মাত্র বিল্লাল হোসেন, মিজানুর রহমান ও শাহানাজ খাতুনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন ছেলে মিজানুর রহমানের গতিরোধ করে। বিল্লাল হোসেন ও শাহানাজ খাতুনের পিতা শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় শাহানাজ পকেট হতে নগদ ২০ হাজার টাক কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here