যশোরে বিস্ফোরকসহ ‘জঙ্গি-সহযোগী’ আটক

0
357

নিজস্ব প্রতিবেদক : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে জহুরুল ইসলাম রনি (৩৭) নামে এক ব্যক্তিকে বিস্ফোরকদ্রব্য আটক করেছে। রনি জঙ্গি দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শহরের বিমানবন্দর সড়কের তিন রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।
জহুরুল ইসলাম রনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারী হিসেবে কর্মরত।
আজ দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ডিবির ওসি মনিরুজ্জামান জানান, রাত সাড়ে নয়টার দিকে এসআই মুহম্মদ জামিল আহম্মেদ ফোর্স নিয়ে বিমানবন্দর তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনির সামনে থেকে জহুরুল ইসলাম রনিকে আটক করেন। ওই সময় তার কাছ থেকে সাদা ও হলুদ রঙের দুই ধরনের বিস্ফোরক দ্রব্য (৫০০ গ্রাম করে মোট এক কেজি), একটি পুরনো সাইড ব্যাগ, একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-হ-১১-১৮৪২) জব্দ করা হয়।
তিনি জানান, আটক জহুরুল ইসলাম ‘জেএমবি সদস্য’ আব্দুল্লাহর কথামতো জিহাদ কায়েমের জন্যে দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে আসছেন।
অবশ্য জহুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আব্দুল্লাহ ও হাসানের সঙ্গে যশোর এমএম কলেজের পুরনো হোস্টেল মসজিদে নামাজ আদায়কালে বছর তিনেক আগে পরিচয় হয়। তিনি দুই দফা সোডিয়াম, পটাশিয়াম, কারবোনেট জাতীয় দ্রব্য তাদের সরবরাহ করেছেন।
যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকায় ‘হালিম সায়েন্টিফিক’ নামে একটি প্রতিষ্ঠান থেকে এগুলো কিনতেন তিনি।
এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি মামলা [নম্বর ৯২/২৩.০১.১.১৮ ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী (সংশোধন) আইন ২০০২] করা হয়েছে।
আটক জহুরুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here