যশোরে বুটিকসের ১১লাখ টাকার মালামাল নিয়ে স্বামীস্ত্রী লাপাত্তা

0
349

বিশেষ প্রতিনিধি : বুটিকসের মালামাল ক্রয় করে এবার স্বামী স্ত্রী ১০ জন ব্যবসায়ীর কাছ থেকে ১১লাখ টাকার মালামাল নিয়ে লাপাত্তা হয়েছে। প্রতারক স্বামীর স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা রুমা বুটিকস দোকানের মালিক মৃত আব্দুল হামিদের ছেলে টিটো। আসামীরা হচ্ছে, পাবনা জেলার সুজানগর উপজেলার শুকচর (মিয়া বাড়ি) গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদ ওদুদ এর বাড়ির ভাড়াটিয়া আলী মিয়ার ছেলে আরিফুল ইসলাম রাজন ও তার স্ত্রী মোছা নুপুর।
টিটো বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের সাথে ব্যবসায়ীর সূত্রে পূর্ব পরিচিত। আসামীদ্বয় স্বামীস্ত্রী। তারা বুটিকস এর মালামাল ক্রয় করে। গত ১৯ জুন সন্ধ্যায় আসামীদ্বয় হারুনের মীমঝিম বুটিকস থেকে ১লাখ ১০ হাজার টাকার, নজরুলের সাদিয়া বুটিকস থেকে ১লাখ ৩২ হাজার ৮শ’ টাকার, মোছাঃ নাজমার কাছ থেকে ৮০ হাজার টাকার,বুলুর কাছ থেকে ৬০ হাজার টাকার, জোসনার কাছ থেকে ১লাখ ৪০ হাজার টাকার, মোছাঃ সাফিরার কাছ থেকে ৩২ হাজার টাকার, মঞ্জুর এর কাছ থেকে ৫৫ হাজার টাকার, রেশমার কাছ থেকে ৭০ হাজার টাকার, বৈশাখীর কাছ থেকে ৮৩ হাজার টাকার ও তোফাজ্জেল এর কাছ থেকে ৮৩ হাজার টাকাসহ সর্বমোট ১০লাখ ৮০ হাজার ৮শ’ টাকার বুটিকস এর মালামাল নেয়। উক্ত মালামারে টাকা ২৩ জুন বেলা সাড়ে ১১ টার মধ্যে পরিশোধ করার থাকলেও তারা করেনি। পরবর্তীতে ওই দিন সন্ধ্যা ৬ টায় উক্ত বাড়িতে গেলে তারা টাকা না দিয়ে তালবাহনার এক পর্যায় রাত সোয়া ৮ টায় ভাড়া বাড়ির ঘরে তালা লাগিয়ে লাপাত্তা হয়। মেমোর মাধ্যমে বুটিকসের মালামাল নেওয়ার পর টাকা না দিয়ে প্রতারনা করায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here