যশোরে বোমা বিস্ফোরণ ঘটনায় চার সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা গ্রেফতার-২

0
290
অনলাইন ছবি ।

বিশেষ প্রতিনিধি : ২২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শহরের শংকরপুর আশ্রমরোড গাড়োয়ান পট্টি এলাকায় বোমা তৈরী কালে বিস্ফোরণ ঘটে আহত ও বোমা তৈরীর সরাঞ্জাম উদ্ধারের ঘটনায় চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই খালেদুর রহমান বাদি হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,শহরের আশ্রমরোড গাড়োয়ানপট্টি আলী হোসেন ওরফে আলীর ছেলে বোমায় আহত হাসিব (২০),যশোর শহরের চাঁচড়া রায়পাড়া চঞ্চল এর বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের ছেলে ইকরাম হোসেন,শংকরপুর আশ্রম রোড এলাকার আতিয়ার রহমানের ছেলে বনি ও শংকরপুর আশ্রমরোড মহিলা মাদ্রাসার পার্শ্বে শফিয়ার রহমানের ছেলে শয়নসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন। পুলিশ বোমা তৈরী ও নিজ হেফাজতে রাখার অভিযোগে আহত হাসিব ও তার সহযোগী ইকরাম হোসেনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ইকরাম হোসেনকে আদালতে প্রেরণ করেছে। ইকরাম হোসেন পুলিশের কাছে ”াঞ্চল্যকর তথ্য দিয়েছে বোমা তৈরীর ব্যাপারে।
কোতয়ালি মডেল থানার এসআই খালেদুর রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা পরস্পর যোগসাজসে শংকরপুর আশ্রম রোড গাড়োয়ান পট্টি জনৈক সাহেব বাবুর বসত বাড়ির দক্ষিণ পাশে তিন পাশে বাউন্ডারী পরিত্যক্ত স্থানে বোমা তৈরী করছিল নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর কারনে। বোমা তৈরীর এক পর্যায় বিস্ফোরণ ঘটলে বোমা তৈরীর কারিকর হাসিবের হাত ও মুখ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন হাসিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরাঞ্জাম উদ্ধার করে। পরে এলাকাবাসীর দেওয়া তথ্য মনে ঘটনার সাথে জড়িত অভিযোগে ইকরাম হোসেনকে গ্রেফতার করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here