যশোরে ভারতীয় বিভিন্ন শাড়ি বোঝাই পিকআপসহ দু’জন বহনকারী গ্রেফতার

0
325

বিশেষ প্রতিনিধি: যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা মসজিদের সামনে শনিবার গভীর রাতে ভারতীয় বিভিন্ন শাড়িসহ একটি পিকআপ উদ্ধার করেছে। এসময় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ মালামাল উদ্ধারের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০ লাখ টাকা দেখিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, যশোর কোতয়ালি থানার এসআই মঞ্জুরুল ইসলাম পুলিশ লাইন এলাকা থেকে গভীর রাতে একটি পিকআপ ( ঢাকা মেট্রো ল ১৮-১৮১০) গতিরোধ করে। সেময় গাড়ির ড্রাইভার পালিয়ে গেলে শার্শার শ্যামলাগাজী গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে সাত্তার এবং চাঁচড়া রায়পাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন দুখুকে আটক করে। এরপর পিকআপের মধ্যে থেকে ৪০টি বস্তা থেকে ১৯৩৩ পিচ ভারতীয় বিভিন্ন শাড়ি উদ্ধার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সোহেল রানা ও রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন,পুলিশের হাতে গ্রেফতার হওয়া মালামাল ছিল প্রায় অর্ধকোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here