যশোরে ভারতীয় মেডিকেল ভিসা দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

0
379

বিশেষ প্রতিনিধি : ভারতীয় খ্রিষ্টান মেডিকেল কলেজের সাক্ষাতের ভূয়া ভিসা করে দেওয়ার কথা বলে হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিতাই সাহা (৫০) নামে এক প্রতারকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। মামলার আসামী নিতাই সাহা যশোর শহরের সিটি কলেজপাড়ার মৃত নারায়ণ সাহার ছেলে। হাফিজুর রহমান তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি পেশায় একজন রাজ মিস্ত্রী। তার মেয়ে হাবিবা আক্তার (৫) শারীরিক ভাবে অসুস্থ্য। উক্ত মেয়েকে ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক পরামর্শ দেন। উক্ত পরামর্শ অনুযায়ী বুধবার দুপুরে হাফিজুর রহমান যশোর ভিসা অফিসের সামনে যায়। সেখানে নিতাই সাহার সাথে তার কথা হয়। নিতাই সাহা তার দোকানে নিয়ে যায়। এমনকি নিতাই সাহা বলেন,ভারতীয় খ্রিষ্টান মেডেিকল কলেজের সাক্ষাতের কাগজপত্র তৈরী করে দিবে। তার ভিসার দায়িত্ব নিতাই সাহা নেয়। হাফিজুর রহমান ভিসার জন্য অফিসের মধ্যে গিলে সেখানকার লোকজন কাগজপত্র দেখে ইহা মিথ্যা বলে তার কাগজপত্র গ্রহন করে নাই। পরবর্তীতে নিতাই সাহার কাছে এসে তার দেয়া টাকা ফেরত চাই। নিতাই সাহা ভারতীয় ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে ১ হাজার টাকা অর্থ আত্মসাত করে। বিধায় নিতাই সাহার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here