যশোরে ভূয়া সনদপত্রসহ প্রতারক চক্রের হোতা বাবুল চন্দ্র দাস গ্রেফতার

0
307

বিশেষ প্রতিনিধি : শহরের বেজপাড়া বি কে রোডস্থ একটি প্রতিষ্ঠানে ভূয়া মাদ্রাসা শিক্ষাবোর্ডের মাধ্যমিক সনদ,পুলিশ ক্লিয়ারেন্স সনদ,ভোটার আইডি কার্ড,জন্ম সনদ ও নাগরিক সনদসহ প্রতারক বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের বেজপাড়া বি কে রোডস্থ বর্তমানে বেজপাড়া হোল্ডিং নং ৪২ দোকান অনিক টুনিজাম এর মালিক ও মৃত অতুল চন্দ্র দাসের ছেলে।এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এএসআই আমিনুর ইসলাম রোববার রাতে বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,গোপন সূত্রে খবর পেয়ে রোববার বিকেলে ৫ টা ১০ মিনিটে উক্ত দোকানে অভিযান চালায়। এ সময় উক্ত প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটারের মাধ্যমে ভূয়া মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক সনদ,পুলিশ ক্লিয়ারেন্স সনদ,ভোটার আইডি কার্য,জন্ম সনদ ও নাগরিক সনদপত্র সৃষ্টি করে আসল বলে বিক্রি হচ্ছে। জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টিকৃত ৫টি সনদ,কম্পিউটার,মনিটর ও প্রিন্ট্রার আশপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তত করে। বাবুল চন্দ্র দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বাবুল চন্দ্র দাসের সহযোগী ২ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে প্রতারক বাবুল চন্দ্র দাসের বিরুদ্ধে প্রতারক ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here