যশোরে ভোররাতে মুদী দোকানে চুরির চেষ্টাকালে তিন চোর গণপিটুনী শিকার

0
399

বিশেষ প্রতিনিধি : ভোর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার একটি মুদী দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয় লোকজন তিন চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া বৌ বাজার সুফিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত মিজানের ছেলে আনারুল ইসলাম,শংকরপুর গোলপাতা মসজিদের অদূরে নূরনবী মেম্বারের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুসের ছেলে আরিফ হোসেন ও বেজপাড়া আনসার ক্যাম্প পানির ট্যাংকীর পাশে ইয়ার আলী ছেলে শাহাদৎ।
সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে মাসুদ রানা বাদি হয়ে বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, কিসমত নওয়াপাড়া গ্রামের রজনী গন্ধ্যা ফিলিং ষ্টেশনের পাশে তার হাইওয়ে ষ্টোর নামক মুদী দোকান রয়েছে। বুধবার ২৯ মে রাত সাড়ে ১০ টা পর্যন্ত দোকান্দারি করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোর রাত পৌনে ৪ টার পর কিসমত নওয়াপাড়ার ইমরান হাসান, বাবু ও রেজাউল ইসলাম ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখেন উক্ত মুদী দোকানের তালা হাতুড়ী দিয়ে উক্ত তিন চোর ভাঙ্গার চেষ্টা করছে। তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। দোকান্দার খবর পেয়ে তার দোকানে গিয়ে দেখেন দোকানের তালা হাতুড়ী দিয়ে আঘাত করা। সার্টার ভাঙ্গা। পরে তিনি বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here