যশোরে ভ্রাম্যমান আদালত কর্তৃক তিন মিষ্টির দোকানে জরিমানা আদায়

0
415

বিশেষ প্রতিনিধি : ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যশোরে তিনটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, যশোর শহরের ঘোপ কবরস্থান এলাকার অনন্যা ঘোষ ডেয়ারি ১লাখ টাকা, চৌরাস্তা সংলগ্ন রেল রোড এলাকার অনন্যা রেস্তোরাঁয় ৫ হাজার টাকা,একই এলাকার জলযোগ রেস্তোয়ায় ১০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্ল¬াহ আল মাহফুজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন এই দন্ডাদেশ দেন। আদালতের পেশকার বদিউজ্জামান জানান, প্রেসক্লাবের পাশে অনন্যা ঘোষ ডেয়ারির কারখানা শহরের ঘোপ কবর স্থানের পাশে। সেখানে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল¬াহ আল মাহফুজ । এছাড়া শহরের রেল রোডে জলযোগেও অস্বাস্থ্যকর পরিবেশছিল। এছাড়া সেখানে কেজি প্রতি ১১৫ গ্রাম মিষ্টি কম দেওয়ার প্রমাণ পান আদালত। এসময় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৩ ও ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে রেলরোড এলাকার অনন্যা রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন। এ সময় জেলার স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পাল ও পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here