যশোরে মণিরামপুর উপজেলায় হাফিজুর ৪দিন ধরে নিখোঁজ

0
405

বিশেষ প্রতিনিধি : যশোরের মণিরামপুরের জামজামি গ্রামের হাফিজুর রহমানকে থানা পুলিশ আটক করে ৪ দিন ধরে গোপন করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর হাফিজুরকে আটক করলেও তাকে আদালতে সোপর্দ করেনি মণিরামপুর থানা পুলিশ। এ ব্যাপারে হাফিুরের স্ত্রী খাদিজা খাতুন মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের সভাপতির কাছে আইনী সহায়তা চেয়ে আবেদন করেছেন।ফাউন্ডেশনের সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এসএম নাসির আলম জানিয়েছেন, হাফিজুরকে থানা পুলিশ আটক করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। পুলিশ কাউকে আটক করলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার নির্দেশনা রয়েছে আইনে। হাফিজুরের আটকের ব্যাপারে পুলিশ কোন আইনই মানছেনা। যা মানবাধিকার লঙ্ঘন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হাফিজুরকে থানা পুলিশ আটক করেনি। হাফিজুর পুলিশী গ্রেফতার এড়াতে আত্মগোপন করে পরিবারের সদস্যদের দিয়ে মিথ্যা সকলকে তথ্য দিচ্ছে। খাদিজা খাতুনে অভিযোগে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ১১টার দিকে হাফিজুরর রহমানকে মণিরামপুর থানা পুলিশ আটক করে নিয়ে যায়। তার নামে কোন মামলা নেই। কোন মামলায় তাকে আটক করেছে পুলিশ সে ব্যাপারে থানায় খোঁজ নিতে গেলে তাকে পাওয়া যায়নি। দীর্ঘ কয়েকদিন অতিবাহিত হলেও থানা পুলিশ হাফিজুরকে আদালতে সোপর্দ না করে শারিরীক নির্যাতন করে একটি হত্যা মামলার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে। হাফিজুরকে আদালতে সোপর্দ না করায় তিনি আইনী সহায়তা চেয়ে মানবাধীকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের সভাপতির কাছে অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here