যশোরে মাদকদ্রব্য ক সার্কেলের হাতে ৬০ লিটর চোলাইমদ ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার

0
498

বিশেষ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শহরের রেলরোডস্থ সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ১৬শ’ লিটার জাওয়া ৬০ লিটার চোলাইমদ ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক বিক্রেতা কাউকে গ্রেফতার করতে পারেনি। পলাতক আসামীরা হচ্ছে,শহরের রেলরোড সুইপারপট্টির মৃত ঠাকুর দাসের স্ত্রী নীলা দাস,একই এলাকার অনাথ দাসের মেয়ে ও বকুল দাসের স্ত্রী পান্না দাস,মৃত মন্টু দাসের ছেলে লক্ষণ দাস ও মৃত কার্তিক দাসের ছেলে সূর্যদাস।এ ঘটনায় পলাতক চার আসামীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেল সূত্রে জানাগেছে, সোমবার উপ-পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম শহরের রেলরোড সুইপার পট্টিতে অভিযান চালায়। এ সময় পালœা দাসের ঘর থেকে ১৬শ’ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ জাওয়া,২০ লিটার চোল্ইামদ,লক্ষণ দাসের ঘর হতে ২০লিটার চোলাইমদ,সূর্য দাসের ঘর হতে ৪শ’ গ্রাম গাঁজা ও নীলা দাসের ঘর হতে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান টের পেয়ে চোলাইমদ কারবারিরা দ্রুত সটকে পড়ে। এ সময় তাদের দখলে থাকা চোলাইমদ ও গাঁজা উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here