যশোরে মাদক বিক্রি নিষেধ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় ৮ জনের নামে মামলা

0
359

বিশেষ প্রতিনিধি : মাদক বিক্রি করতে নিষেধ করায় চিহ্নিত মাদক বিক্রেতারা সংঘবদ্ধভাবে রায়হানগাজী (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রায়হান গাজীর স্ত্রী লিপি বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মেঠো পুকুর পাড়ের আয়ূব হোসেনের ছেলে জাকির হোসেন,একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে বাবুল,সোলেমানের ছেলে সালাম,মাজেদ মিয়ার ছেলে সাগর, আয়ূব হোসেনের ছেলে জাহিদ, গরু আবুল কালাম,কসাই কাশেমের ছেলে সুমন ও সোলেমানের ছেলে ছোটনসহ অজ্ঞাতনামা কয়েকজন।
গৃহবধূ লিপি বেগম সোমবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা তার বাড়ির সামনে অবস্থান নিয়ে মাদকদ্রব্য বিক্রি করতো। যা তার স্বামী রায়হান গাজী বাধা নিষেধ করে। গত ১৮ জানুয়ারী রাত সোয়া ১১ টায় লিপি বেগমের স্বামী রায়হান গাজী পূর্ব বারান্দীপাড়া বটতলা বাড়ির উঠানে অবস্থান কালে উল্লেখিত আসামীদের মধ্যে জাকির হোসেনের হুকুমে বাবুল চাপাতি ও সালাম ছ্যানদা দিয়ে এবং অন্যান্য আসামীরা ধারালো চাকুসহ অন্যান্য মালামাল দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে। পরে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন ওই রাতে রায়হান গাজীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আসামীরা মামলা না করার জন্য প্রাণ নাশের হুমকী ধামকী অব্যাহত রাখলে লিপি বেগম স্বামীর উপর আক্রমের বিচার দাবি করে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে। মামলা করার পর আসামীরা বাদিকে নানাভাবে হুমকী ধামকী দিচ্ছে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here