যশোরে মাদক ব্যবসায়ীর সাথে এক পুলিশ কর্মকর্তা কথোপকথন ষড়যন্ত্রের তথ্য ফাঁস

0
413

বিশেষ প্রতিনিধি : যশোর কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই সাহিদুল আলম ও পুলিশ লাইনের কনস্টেবল মোশারফ হোসেনকে ফাঁসাতে এএসআই আফজাল হোসেন এবং মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম লিটনের মোবাইলে কথাপোকথন ফাঁস হয়ে পড়েছে। মাদক ব্যবসায়ী লিটনের কাছ থেকে সম্প্রতি মোটা অংকের উৎকোচ নেওয়া এএসআই আফজাল হোসেনকে ঢাকার এসপিবিএন এর বদলী করা হয়েছে। বদলী কাটাতে আফজাল হোসেন থানা থেকে সিসি নিয়ে এখন ঢাকায় অবস্থান করছে।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে,গত ১৬ এপ্রিল বিকেলে কোতয়ালি মডেল থানার এসআই সাহিদুল আলম পুলিশ লাইনের কনস্টেবল মোশারফ হোসেনের মাধ্যমে জানতে পারেন নতুন উপশহর সেক্টও ৭ প্লট নং ১০ এর এক বাড়িতে মাদক বেচাকেনা করছে। এসআই সাহিদুল আলম মোবাইল-১৩ দায়িত্ব পালনকালে কনস্টেবল মোশারফের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানের সাথে আলাপ আলোচনা করে উপশহর সেক্টর ৭ এর জি প্লট নং ১০ বাড়ির সামনে যান। সেখানে উক্ত বাড়ির মৃত রুহুল আমীনের ছেলে রবিউল ইসলাম লিটন পুলিশ দেখে দৌড় মারে। পরে সাহিদুল আলমের কাছে থাকা কনস্টেবল মোশারফ হোসেন লিটনকে মাদক কোথায় জিজ্ঞাসাবাদের এক পর্যায় চড় থাপ্পর মারে। চড় থাপ্পর খাওয়ার পর লিটন বিষয়টি কোতয়ালি মডেল থানার এএসআই আফজাল হোসেনকে মোবাইল ফোন করে জানান। আফজাল হোসেন লিটনের কথা শুনে লিটনকে জানান, সে ডিআইজির সাথে আলাপ করে বিষয়টি জানিয়ে সাহিদুল আলম ও মোশারফ হোসেনকে বদলী করার নিশ্চয়তা দেন। সেই সাথে আফজাল হোসেন লিটনকে শিখিয়ে দেন তার কাছ থেকে মোশারফ হোসেন ১০হাজার টাকা নিয়েছে। ফেনসিডিল ও ইয়াবা বিক্রেতা রবিউল আলম লিটনের সাথে এএসআই আফজাল হোসেনের কথোপকথন লিটনের মোবাইলে অটো রেকডিং হয়ে যায়। ওই রাতে লিটন তার সহযোগী আব্দুল হান্নানসহ উপশহর পুলিশ ক্যাম্পের আইসি ফারুক হোসেন কাছে বাড়ি হতে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। গ্রেফতারের পর লিটনের মোবাইল ফোনে এএসআই আফজাল হোসেনের সাথে ঘটনার দিনে কথোপথন আলাপ ফাঁস হয়ে পড়ে। এদিকে ওই দিন ডিআইজি মহোদয় দ্রুত যশোরের পুলিশ সুপারকে দেখতে বলেন। পুলিশের কয়েকজন কর্মকর্তা উপশহর এলাকায় গিয়ে বিষয়টি তদন্ত করেন। এসআই সাহিদুল আলম ও কনস্টেবল মোশারফ হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here