যশোরে মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

0
277

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে এক মাদরাসা শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরনের অভিযোগে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন যশোর সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়ার মোশারফ হোসেনের স্ত্রী মোছাঃ পারভীন খাতুন। মামলায় আসামী করা হয়েছে, যশোরের শার্শা উপজেলার ঘিলাকুল গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ হাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোজাম মোড়লের ছেলে মুক্তার মোড়লসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মোছাঃ পারভীনা খাতুন তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুন (১৬) সদর উপজেলার বালিয়ডাঙ্গা হযরত শাহ ওলিউল্লাহ ইনলামীয়া দাখিল মাদরাসায় ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। মাদ্রাসায় আসা যাওয়ার প্রাক্কালে মুক্তার মোড়ল বিয়ের প্রলোভনসহ উত্যক্ত করতো। গত ৭ অক্টোবর সকালে সুমাইয়া খাতুন শংকরপুর সন্যাসী দিঘীর পাড় খালা মনোয়ারা বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। বেলা পৌনে ১২ টায় সুমাইয়া শংকরপুর সরকারী হাঁস মুরগী খামারের মেইন গেটের সামনে পাকা রাস্তায় পৌছালে সন্ত্রাসী মুক্তারসহ অজ্ঞাতনামা ২/৩জন বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে টার্মিনালের দিকে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে কিশোরীকে উদ্ধারের ব্যর্থ হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here