যশোরে যুবককে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবির ঘটনায় গ্রেফতারকৃত চার দূবৃর্ত্তদের বিরুদ্ধে মামলা

0
308

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া বিশ^াস পাড়ার যুবক ইমরান হোসেনকে অবৈধভাবে আটক পূর্বক ৫০ হাজার টাকা দাবির ঘটনায় কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ৪ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলার ইউসুফ আলীর ছেলে নাজমুল হাসান শাকিল, আরবপুর গোড়াপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম একই এলাকার জালাল উদ্দীনের ছেলে মেহেদী হাসান ও পুরাতন কসবা ঢাকা রোডের আবুল কালাম আজাদের ছেলে আরিফুল ইসলাম টপি। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া বিশ^াসপাড়ার নুর মোহাম্মদ বিশ^াসের ছেলে ইমরান হোসেন জানান,তিনি কৃষি কাজ করেন। বুধবার সকালে তিনি যশোরে আসেন। বুধবার বেলা ৩ টায় রিকশা যোগে পালবাড়ী মূর্তির মোড় পশ্চিম পাশে শাহ সুইট হোটেলের সামনে পৌছালে উক্ত দূবৃর্ত্তরা তার রিকশার গতিরোধ করে বিরিয়ানী হাউজের গলির মধ্যে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করছে তাকে হত্যার হুমকী দেয়। পরে তার পকেটে থাকা নগদ সাড়ে ৬ শ’ টাকা এক দূবৃর্ত্ত তুলে নেয়। এ দিকে খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার ও দূবৃর্ত্তদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে। বাকী তাদের সহযোগী ২/৩জন পালিয়ে যায়।