যশোরে যুবক খুনের ঘটনায় কোতয়ালি পুলিশের তৎপরতা বৃদ্ধি ॥অস্ত্রগুলি ও মাদকসহ গ্রেফতার ৫

0
667

এম আর রকি : বুধবার ২০ জুন ভোর রাতে যশোর শহরের রেলরোডস্থ এলাকায় ছিনতাইকারীদের হাতে চন্দন কুমার ঘোষ (৩৮) খুনের ঘটনায় পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। যে কোন মুর্হুতে ছিনতাইকারী চক্রের হত্যা মিশনে থাকা সদস্যরা ধরা পড়বে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা আবুল বাশার মিয়। ঘটনার পর কোতয়ালি পুলিশের শক্তিশালী ৫টি টিম শহরের আনাচে কানাচে বিচারণ করছে। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় পুলিশ তৎপরতা চালিয়ে একটি অস্ত্র,গুলি ১শ’ ৩৪ পিস ইয়াবা,গাঁজাসহ ৫ অপরাধীকে গ্রেফতার দেখিয়েছে। আরো গ্রেফতারের তালিকায় রয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির লিয়াকত হোসেনের ছেলে দেলোয়ার হোসেন শানু ওরফে সানু,বেজপাড়া এমএসটিপি স্কুলের পূর্ব পাশের ওমর আলী বীরের ছেলে মনিরুল ইসলাম ওরফে টনী,উপশহর (আমতলা) বাদশা ফয়সাল স্কুলের সামনে পুকুর পাড়ের মৃত আব্দুর করিমের ছেলে কুতুব উদ্দিন, বেজপাড়া আজিমাবাদ মসজিদ গলির মৃত জহুরুল মোল্লার ছেলে পারভেজ ও শানতলা উত্তর পাড়ার সেকেন্দার আলীর ছেলে জসিম উদ্দিন।
বিভিন্ন সূত্রে জানাগেছে,বুধবার ২০ জুন ভোর রাতে শহরের রেলরোডস্থ আদ-দ্বীন হাসপাতালের অদূরে তিন রাস্তার মোড় সোনারগাঁও ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে বেজপাড়ার চন্দন কুমার ঘোষ নিহতর ঘটনায় পুলিশ গোটা শহর এলাকায় তৎপরতা শুরু করেছে। যে সময় ছিনতাইকারী চক্রের সদস্য ঘটনার সাথে জড়িতরা গ্রেফতার হবে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছে। ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যদের সন্ধানে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। ছিনতাইকারী চক্রের দলের সদস্য যতই ধুরন্ধর হোক না কেন তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়া। তিনি জানান,ইতি মধ্যে শহরের কোন পয়েন্টে ছিনতাইকারীদের অবস্থান সে ব্যাপারে অনুসন্ধান চালানো হয়েছে। ছিনতাইকারী যতই শক্তিশালী চক্র হোক না কেন তাকে গ্রেফতার করা হবে। অপর দিকে, ঘটনার সময় থাকা রিকশা চালক শহিদ মিয়াকে বৃহস্পতিবার পুলিশ তার স্ত্রী তানজিলা খাতুনের জিম্মায় দিয়েছে। অপর দিকে,শহরের বেজপাড়া এলাকায় যে সব ছিনতাইকারী রয়েছে তাদের ব্যাপারে পুলিশ মাঠে নেমে পড়েছে। ঘটনার পর থেকে কারা কোথায় অবস্থান করছে পুলিশ সে ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস জানান, ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তারা গ্রেফতার হবে যে কোন মুহুর্তে। অপর দিকে,ঘটনার পর থেকে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আবুল বাশার মিয়া থানায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যে বুধবার সন্ধ্যারাত সাড়ে ৭ টায় পুলিশ যশোর নড়াইল সড়কের ভিসা অফিসের সামনে থেকে দেলোয়ার হোসেন শানু ওরফে সানু নামে এক যুবক একটি ওয়ান স্যুটারগান,এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। অপরদিকে, থানা পুলিশের অন্যন্যাটিম ওই দিন বিকেলে সদর উপজেলার শানতলা এলাকা থেকে জসিম উদ্দিনকে ৫২পিস, বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে পারভেজ নামে এক যুবককে ৫২পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপশহর পার্কের সামনে থেকে কুতুব উদ্দিনকে ৭৫ গ্রাম গাঁজা,সদর পুুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১ টা ১০ মিনিটে শহরের হাট খোলা রোডস্থ গ্রামীন খাবার হোটেলের সামনে থেকে মনিরুল ইসলাম ওরফে টনীকে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here