যশোরে যৌতুকের দাবিকে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা দায়ের

0
416

বিশেষ প্রতিনিধি : যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় পাষান্ড স্বামীসহ অজ্ঞাতনামা ২/৩ জন উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ ফেরদৌস বেগম (২৭) এর ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে মোজাহার আলীকে।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মনিরুল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, বিগত ১৪/১৫ বছর পূর্বে তার বোন ফেরদৌস বেগমের সাথে মোজাহার আলীর বিয়ে হয়। বিয়ের পর সাংসারিক জীবনে তার বোনের পেটে দুই ছেলে মেয়ে জন্ম গ্রহন করেন। সাংসারিক জীবনে স্বামী মোজাহার আলী স্ত্রী ফেরদৌস বেগমের কাছে ১লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। গত ২০ এপ্রিল রাত ৮ টায় মোজাহার আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন সহযোগীরা ফেরদৌস বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ওই রাতে বাড়ি হতে ৩শ’ গজ অদূরে আসাদের বাঁশ বাগানের মধ্যে রেখে দেয়। পরে বিষয়টি খবর দিলে গৃহবধূর পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে বিষয়টি জানেন। এ ব্যাপারে সুরোতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ ময়না তদন্তর ব্যবস্থা করে। ময়না তদন্ত রিপোর্টে গৃহবধূ ফেরদৌসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রিপোর্ট আসায় মামলাটি দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here