যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূ ও তার পিতাকে মারপিটের অভিযোগে মামলা

0
330

বিশেষ প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্বামী ও শ^শুর শাশুরী দেবরের বিরুদ্ধে নির্যাতনসহ বাড়ি হতে তাড়িয়ে দিয়ে উল্টো গৃহবধূর পিতাকে মারপিটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের গাঁওঘরা গ্রামের শাহাদত মোল্লার ছেলে স্বামী আসাদুল ইসলাম,শ^শুর শাহাদত মোল্লা,শাশুরী বাঘারপাড়া উপজেলার বেতালপাড়ার শহিদুল মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম ও দেবর শহিদুল ইসলাম ওরফে শহিদ। এদের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের গোলাম সরোয়ারের মেয়ে গৃহবধূ মোছাঃ আশা আক্তার (২৪) রোববার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, বিগত ৯/২/১৫ সালে আসাদুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার কালে আসাদুল ইসলাম তার পিতা মাতা ও ভাইয়ের পরামর্শে গৃহবধুর উপর নির্যাতন শুরু করে। এর মধ্যেই আশা আক্তার এক মেয়ে সন্তানের জননী হন। নির্যাতনের মুখে সুখের কথা চিন্তা করে আশা আক্তারের পিতা মাতা বিয়ের পর ৭/১১/১৫ ইং হতে ৩/১১/১৯ ইং পর্যন্ত নগদ টাকা পালসার মোটর সাইকেল, স্বর্ণের আংটিসহ বিভিন্ন সময় নগদ টাকাসহ ৫লাখ ২৯ হাজার ২শ’ ২৯ টাকা যৌতুক হিসেবে প্রদান করে। এ সব পাওয়ার পর পুনরায় ২লাখ টাকা যৌতুক দাবি করে আসাদুল ইসলাম ও তার মা বাবা ও ভাই নির্যাতন শুরু করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তাকে গত ৬মে সকাল ১০ টায় মারপিট করে স্বামী গাঁওঘরা গ্রামের বাড়ি হতে বের করে দেয়। মেয়ে আশা আক্তারকে বের করে দেওয়ায় পিতা গোলাম সরোয়ার ইতিপূর্বে নগদ টাকা ও স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল বাবদ উক্ত টাকা ফেরত চাই। এভাবে চলার এক পর্যায় গত ২৫ নভেম্বর সকাল ১০ টায় গৃহবধূর পিতা গোলাম সরোয়ার স্বাক্ষীদের নিয়ে উক্ত জামাতার সদর উপজেলার গাঁওঘরা গ্রামের বাড়িতে যান। মিমাংসার কথা বলে আসাদুল ইসলাম তার বাড়িতে ডেকে পুনরায় যৌতুকের ২লাখ টাকা দাবি করে। এ নিয়ে আসাদুল ইসলাম তার শ^শুর গোলাম সরোয়ারকে মারপিট করে।