যশোরে র‌্যাব-৬ এর হাতে চোরাই মাইক্রোবাস উদ্ধার ॥ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

0
358

বিশেষ প্রতিনিধি : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহল দল সোমবার রাতে যশোর শহরের ধর্মতলা মোড় এলাকা থেকে চোরাই গাড়ী কেনাবেচার সময় চক্রের চার সক্রিয় সদস্যদের গ্রেফতার করেছে। এ সময় একটি টয়োটা নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাগুরা জেলার সদর উপজেলার ভায়নার মোড় গোরস্থান রোডের মৃত আব্দুল আলীর ছেলে নাসির উদ্দিন ওরফে নয়ন, একই উপজেলার নিজ নান্দায়ালী গ্রামের মৃত দিলীপ ঘোষের ছেলে দিপন ঘোষ, ভায়নার মোড় গোরস্থান রোডের মৃত রতন আলীর ছেলে হাসানুজ্জামান ও মাগুরা জেলার সদর উপজেলার পুলিশ লাইন দক্ষিণ পাড়ার আক্কাছ আলী বিশ্বাসের ছেলে মাহমুদুল হাসান।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,সোমবার রাত সোয়া ৯ টায় র‌্যাবের একটি টহলদল গোপন সূত্রে খবর পান যশোর শহরের ধর্মতলা মোড় ঝিনাইদহ টু যশোর মহা সড়কের উপর একটি সাদা রংয়ের টয়োটা নোহা ব্রান্ডের চোরাই একটি মাইক্রোবাস চোরেরা বেচাকেনার জন্য অবস্থান করছে। খবরের ভিত্তিতে সাড়ে ৯ টায় উক্ত স্থানে পৌছে (ঢাকা মেট্টে চ-১১-৩৩৩৪) মাইক্রোবাসের কাছে থাকা উক্ত ব্যক্তিদের গ্রেফতার করে। তাদেরকে উক্ত মাইক্রোবাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। গ্রেফতারকৃতদের কাছে মাইক্রোবাসের কাগজপত্র চাইলে তারা পাবনা ট্রাফিক পুলিশের দু’টি ভূয়া কেস স্লিপ দেখায়।পরবর্তীতে তাদেরকে র‌্যাব-৬ ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় মঙ্গলবার বিকেলে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here