যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

0
946

নিজস্ব প্রতিবেদক :‘‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মুল শক্তি’’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা।৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এ মেলা শুরু হয়।রোববার সকালে বেলুন- ফেস্টুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।১৮ জুন পর্যন্ত প্রতিদিন মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন,বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার যুগ।দেশের চলমান আর্থ- সামাজিক উন্নয়নের অভিযাত্রাকে আরও গতিশীল করতে চাই বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ এবং টেকসই প্রয়োগ,চাই জাতিকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং বেশি বেশি বিজ্ঞান চর্চা।
তিনি বলেন,তথ্য প্রযুক্তি খাতে আমাদের ঈর্ষণীয় অগ্রগতি হলেও বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য বিভাগে আমাদের অর্জন প্রত্যাশিত মাত্রায় নয়।তাই বিজ্ঞানের অর্জনকে টেকসই করতে হলে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে।
৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির যশোরের সম্পাদক অনিন্দিতা রায় জানান,দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান উদ্ভাবকদের চিহ্নিত করে তাদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিবছর এ কর্মসূচি হাতে নেয়া হয়।তারই ধারাবাহিকতায় এ মেলায় হাইস্কুল ও সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কুল ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ জুনিয়র গ্রুপে তাদের প্রজেক্ট উপস্থাপন করছে।কলেজ ও সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কলেজ ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ সিনিয়র গ্রুপে তাদের প্রজেক্ট উপস্থাপন করছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিজ্ঞান ক্লাব ব্যতীত অন্যান্য বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ,তরুণ ও অপেশাদার বিজ্ঞানীগণ,উদ্ভাবকগণ এবং ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণকারীগণ বিশেষ গ্রুপে তাদের প্রজেক্ট উপস্থাপন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপন কমিটির যশোরের সম্পাদক অনিন্দিতা রায়।বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা,আই সি টি শাখার আয়েশা সিদ্দিকা,জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু,জেলা স্কুলের প্রধান শিক্ষক একে এম গোলাম আযম প্রমুখ।
স্টলে বিজ্ঞানীগণ,উদ্ভাবকগণ তাদের প্রজেক্ট উপস্থাপন করে।এসব প্রজেক্টের মধ্যে ছিল সূর্যের আলো ও বিকল্প জ্বালানী ব্যবহার করে চালিত জাহাজ,সায়েন্স সিটি,ভূমিকম্প শনাক্ত করণ যন্ত্র,স্বল্প ব্যয়ে পানি পরিশোধন,ইভটিজিং প্রতিরোধক সুস্মোক রিসাইক্লিয়ার,সিকিউরিটি বক্স,লো -কস্ট ইনকিউবেটর,ড্রোন,সৌরপাম্প,কৃষিক্ষেত্রে ভূমির সর্বোত্তম ব্যবহার সহ প্রায় অর্ধশতাধিকটি প্রজেক্ট প্রদর্শন করেন তারা।
উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্টল পরিদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট দেখে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here