যশোরে শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনের নানা কর্মসূচি পালিত

0
205

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোরের বিভিন্ন কর্মসূচী পালন করেছে। যশোর রেল রোডে নিজস্ব কার্যালয়ে হিফজুল কোরআন, আলোচনা সভা ও হতদারিদ্রদের মাঝে যাকাত প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক সৈয়দ আব্দুল মইন, সদর উপজেলা ফিল্ড অফিসার মাওলানা আব্দুর রশিদ, অয়নগর উপজেলা ফিল্ড অফিসার মাওলানা আব্দুস শুকুর, মনিরামপুর উপজেলা ফিল্ড অফিসার আশিকুর রহমান, অভয়নগর উপজেলা তরুন লীগের আহবায়ক সাঈদ আলম বাচ্চু। উল্লেখ্য যশোরের ৮টি উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৩৫০জন শিক্ষার্থী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আলোচনা সভায় প্রধান অতিতির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকান্ড ঘটিয়ে আজও ক্ষান্ত হয়নি তারা আমাদের প্রধান মন্ত্রি শেখ হাসিনাকেও হত্যা করার লক্ষে বিভিন্ন ভাবে হামলা করছে। এইসকল বিপদ গামীদের প্রতিহত করতে সকল শ্রেনীর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে ১৮জন অস্বচ্ছলদের মাঝে ১লক্ষ ৫৭ হাজার টাকা যাকাত প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here