যশোরে শ্বশুরের জমি বায়না সূত্রে ২০লাখ টাকায় ক্রয় করে জামাতা এখন শ্যালকদের টোপের মুখে

0
448

ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাটি গ্রামে ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে

এম আর রকি : শ্বশুরের জমি বায়না সূত্রে ২০ লাখ টাকায় ক্রয় করে জামাতা এখন শ্যালকদের হুমকীর মুখে দিনাতিপাত করছে। জমির জন্য প্রয়োজনে নিজ পিতাকে হত্যা করে দুলাভাইকে ফাঁসানোর হুমকী দেওয়ার ঘটনায় শংকিত হয়ে পড়েছে জামাতা। উপায়ূন্তর না পেয়ে আইনের আশ্রয় নিলেও জামাতা মোফাজ্জেল শ্যালকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে রয়েছে। ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের।
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আব্দুল খালেক মোল্যার ছেলে মোফাজ্জেল হোসেন জানান,তার শ্বশুর যশোরের ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের মৃত আহাম্মদ মন্ডল ওরফে মোড়লের ছেলে ইন্তাজ আলী মন্ডল ওরফে মোড়ল গত ১৫ সালে আগষ্ট মাসে মোফাজ্জেল হোসেনকে বলেন স্ত্রীসহ হজ্বে যাওয়ার জন্য টাকার প্রয়োজন। পৈত্রিক জমি বিক্রয় করে ইন্তাজ মোড়ল হজ্বে যাওয়ার ইচ্ছা পোষন করলে মোফাজ্জেল হোসেন শ্বশুরের জমি ক্রয়ে আগ্রহী প্রকাশ করেন। ২ একর ২৫ শতক জমি ক্রয় বাবদ শ্বশুর ইন্তাজ মোড়ল টিপ সহি ও সাথে বড় ছেলে মোফাজ্জেল হোসেনের শ্যালক জয়নাল আবেদীন স্বাক্ষরিত সনাক্ত করণ স্বাক্ষর গত ৩০/০৮/১৫ ইং ২৫০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না সূত্রে ৩০ লাখ টাকা চুক্তিতে নগদ ২০ লাখ টাকা গ্রহন করেন। জামাতা মোফাজ্জেল হোসেনের কাছ থেকে নগদ ২০লাখ টাকা গ্রহনের বায়না সূত্রের স্ট্যাম্পে স্বাক্ষী হিসেবে ইন্তাজ মোড়লের জামাতা মোফাজ্জেল হোসেনের ভাইরা ঝিকরগাছা উপজেলার লুৎফর রহমান,কফিল উদ্দীন,ফসিয়ার রহমান ও আনোয়ার হোসেন। এদিকে বায়না সূত্রে ২একর ২৫শকত জমির মধ্যে ইন্তাজ মোড়ল ২লাখ টাকা মূল্যের ১ বিঘা জমি জামাতা মোফাজ্জেল হোসেনের নামে রেজিষ্ট্রি করে দেয়। যার দাগ নং ৪০১/২৫৬। ইন্তাজ মোড়ল ওই সময় মোফাজ্জেল হোসেনকে জানান অন্য জমির কাগজপত্রে ত্রুটি থাকায় বাকী জমি রেজিষ্ট্রি করতে হলে কিছুদিন অপেক্ষা করার কথা বলে। আর এই সুযোগে ইন্তাজ মোড়লের ছেলে জয়নাল আবেদীন,আজগার আলী, আব্দুল জব্বার ও আব্দুর রশীদ কৌশলে পিতার জমি লিখে নেয়। পিতার জমি ছেলেরা কৌশলে লিখে নেওয়ার বিষয়টি জানতে পেরে ইন্তাজ মোড়লের মেয়ে মোফাজ্জেল হোসেনের স্ত্রী সালেহা খাতুনের পক্ষে গত ১৫ ফেব্রুয়ারী যশোরের ঝিকরগাছা সহকারী জজ আদালতে ইন্তাজ মোড়লের চার ছেলের বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা নং ১৪/১৮। মামলার খবর শুনে জয়নাল,আজগর,জব্বার ও আব্দুর রশীদ বোন জামায় যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোফাজ্জেল হোসেনের বাড়িতে গত ১৪ মার্চ সকাল ১১ টায় আসে। তারা জমি রেজিষ্ট্রি করে দিবে বলে মোফাজ্জেল হোসেনের স্ত্রী তাদের বোন সালেহা খাতুনের কাছে মূল বায়নাপত্র দেখার কথা বলে হাতে নেয়। পরে তারা সেটিকে ছিড়ে নষ্ট করে। পরে উক্ত বায়না পত্রের কথা অস্বীকার করে এ নিয়ে বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতির করার হুমকী আশংকা প্রকাশ করে গত ১৬ মার্চ মোফাজ্জেল হোসেন যশোর কোতয়ালি মডেল থানায় একটি শ্যালকদের নামে একটি সাধারণ ডাইরী করেন। যার নং ৮৯২ তারিখঃ১৬/০৩/১৮ ইং। ইন্তাজ মোড়লের পারিবারিক সূত্রে আরো জানাযায়, ইন্তাজ মোড়ল টাকার জন্য ওই জমি নিত্যানন্দকাটি গামের আলাল নামে একজনের কাছ থেকে বায়না নেয়। ইন্তাজ মোড়লের সেজ জামাতা মোফাজ্জেল হোসেন জমি নিতে আগ্রহী প্রকাশ করে ডাকাতিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি থেকে ১৬ কাঠা সিদ্দিক মাষ্টার, ১৮ কাঠা ওমর আলী ,১৪ কাঠা নওয়াব আলী ও ৮ কাঠা নীলার কাছে বিক্রি করে সেই টাকা বায়না দিয়ে বর্তমানে তার ৫শতক জমির উপর বাড়ি রয়েছে। শ্যালকেরা মোফাজ্জেল হোসেনকে প্রকাশ্যে হুমকী দিয়ে বলেছে জমিতো দিবে না এবং বায়নার টাকাও ফেরত দিবেনা। বেশী বাড়াবাড়ি করলে তাদের পিতা ইন্তাজ মোড়লকে হত্যা করে ফাঁসাইয়া দিবে। উপায়ূন্তর না পেয়ে তিনি গত ২১ মার্চ যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত কোতয়ালি বাকী ১৮ লাখ টাকা ও বাড়িতে গিয়ে স্ট্যাম্প ছিড়ে ফেলার অভিযোগ এনে পিটিশন দায়ের করেন। মামলা নং সি,আর-৪৪১/১৮ । ধারা ৪০৬/৪১৮/৪২৭/১০৯ পেনাল কোড। এদিকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট যশোর উক্ত ঘটনার ব্যাপারে ১৪৪ ধারা জারি করেন। যার নং ২১১/১৮। যার কার্যক্রর পদক্ষেপ গ্রহনের জন্য ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ১৪৪ জারিসহ প্রতিবেদনের জন্য এসআই এনামুলকে দায়িত্ব দেন। এনামুল আসামীদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে নিষেধ করলে উক্ত আসামীরা পুলিশকে মানছেনা। পুলিশ চলে আসার পর উল্টো পুলিশকে ম্যানেজ করে ফেলার কথা এলাকায় বলে বেড়াচ্ছে। এমনকি তারা জমিতে অবাধে প্রবেশ করে তাদের ইচ্ছা পূরণ করছে। বর্তমানে মোফাজ্জেল হোসেন তার স্ত্রী সালেহা খাতুনকে নিয়ে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। তাই পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় এই পরিবারটি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here