যশোরে সংবাদকর্মী আনন্দ দাসের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেইউজে’র কর্মসূচী

0
387

বিশেষ প্রতিনিধি : সংবাদকর্মী আনন্দ দাস (৫৫) এর উপর হামলাকারীরা গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়নি। পুলিশ হামলাকারী দূবৃর্ত্তদের খোঁজে রয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা। দূবৃর্ত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত আনন্দ দাসের অবস্থার উন্নতি ঘটেছে। এখন সে আশংকামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা। আনন্দ দাসের উপর হামলার ঘটনায় আহতর পরিবার ও আহতর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা জানিয়েছেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে শহরের চাঁচড়া মোড় থেকে যে যুবকদের সাথে আনন্দ দাস গিয়েছিলেন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আনন্দ দাস যুবকদের চেনে না বলে পুলিশকে জানিয়েছেন। দূবৃর্ত্তরা সংবাদ কর্মী আনন্দ দাসকে যে কারনে ডেকে নিয়ে গেছেন গ্রেফতার হলে তা প্রকাশ হবে বলে পুলিশ মনে করছেন। অপর দিকে, আনন্দ দাস বৃহস্পতিবার হাসপাতালে সাংবাদিকদের জানান,তিনি চাঁচড়া বর্মণপাড়ার মাঠে দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে তিন জনের একটি দূর্বৃত্তদল তাকে পাশের হরিণার বিলের কাছে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পুলিশ আরো বলেন,আনন্দ দাসকে যারা মোবাইলের মাধ্যমে ডেকে নিয়ে গেছেন তা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ধরা হবে। দূর্বৃত্তরা ধরা পড়লে কি কারণে সংবাদ কর্মী আনন্দ দাসের উপর হামলা চালিয়েছে তা বের হবে বলে পুলিশ মনে করছেন। অপর দিকে,যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সদস্য ও দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার অ্যাসাইনমেন্ট এডিটর আনন্দ দাসকে (৫৫) হত্যার চেষ্টার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছে জেইউজে। আজ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে জেইউজে’র সকল সদস্যসহ সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here