যশোরে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

0
595

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার আওয়ামীলীগের সাংস্কৃতি সম্পাদক আবু মুছা মধুর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে স্থানীয় দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগ নেতা মীর জহুরুল ইসলাম,বাবু সুখে মজুমদার,ফারুক আহমেদ কচি,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু,এ্যাডভোকেট সেতারা খাতুন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল,বাস্তহারালীগের সভাপতি শেখ ইউনুচ আলী,শহর যুবলীগ নেতা কামাল হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলার যুবলীগের আহবায়ক অশোক বোস,সেচ্ছা সেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে শহিদুল ইসলাম মিলন বলেন,সন্ত্রাসী কোন দলের হতে পারেনা। আওয়ামীলীগের নেত্রী ও দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন সন্ত্রাসীদের কোন দল নেই। তাই আবু মুছা মধুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন,হামলাকারীরা এই শহরে থাকেন। আপনারা খোঁজ করুন সদর উপজেলার আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুছা মধুকে দিনের বেলায় কারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। নইলে যশোরে কেউ নিরাপদ নয়। বক্তারা বলেন,আবু মুছা মধুর সন্ত্রাসীরা কোথাও আশ্রয় নিয়ে রক্ষা করতে পারবেন না। সন্ত্রাসীদের কোন দল নেই। এদেরকে চিহ্নিত করতে হবে। এরা দলের জন্য বড় ক্ষতিকর। এরা দলের অভ্যন্তরে ক্যাডার হিসেবে ব্যবহার হচ্ছে। কোন অপরাধে আবু মুছা মধুর উপর হামলা চালানো হয়েছে? আবু মুছা মধু কখনও কাউকে হুমকী ধামকী পর্যন্ত দেননা।সমাবেশ শেষে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here