যশোরে সন্ধ্যারাতে এক যুবককে অপহরণ পূর্বক মুক্তিপণ ৩লাখ টাদা দাবির অভিযোগে মামলা

0
363

বিশেষ প্রতিনিধি: পূর্বের শত্রুতার কারনে চিহ্নিত সন্ত্রাসীরা ইব্রাহিম হোসেন সোহাগ নামে এক যুবককে সন্ধ্যারাতে অপহরণ পুর্বক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর শহরের বরান্দীপাড়া কদমতলার কেরামত আলীর ছেলে ইব্রাহিম হোসেন সোহাগ মামলাটি দায়ের করেন। আসামীরা হচ্ছে,বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গামের শুকুর আলীর ছেলে কাজল,একই এলাকার জামালের ছেলে জাহাঙ্গীর হোসেন ও যশোর শহরের চাঁচড়া রেলগেট পঙ্গু হাসপাতালের পাশে রেজাসহ অজ্ঞাতনামা ২/৩জন।
তিনি মামলায় উল্লেখ করেন,বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গামের মৃত হায়দার আলীর ছেলে সোহাগ হায়দারের গাড়ী তিনি দেখাশুনা করেন। আসামী কাজল ও জাহাঙ্গীর হোসেন সোহাগ হায়দারের গাড়ী চালাতো। ইতিপূর্বে তাদের আচারণে রাগান্বিত হয়ে দু’জনকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ইব্রাহিম হোসেন সোহাগ সাথে অনিক,ইমরান নাইমকে নিয়ে শহরের চাঁচড়া ডালমিল ফারুকেরা গ্যারেজে গাড়ী মেরামত করতে যায়। সেখানে কাজল ও জাহাঙ্গীর হোসেন,রেজাসহ অজ্ঞাতনামা ২/৩জন তাদের সাথে থাকা (ঢাকা মেট্টো খ-১১-৮৩৪৩)(ঢাকা মেট্টো খ-১১৬৩৬২) প্রাইভেট যোগে উল্লেখিত স্থানে আসে। ইব্রাহিম হোসেন সোহাগকে কাজল,জাহাঙ্গীর হোসেনসহ উল্লেখিত সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেঁকিয়ে (ঢাকা মেট্টো খ-১১-৮৩৪৩) প্রাইভেট কারে জোর পূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। ইব্রাহিম হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন করে কেড়ে নেয়। পরবর্তীতে ইব্রাহিম হোসেনের মোবাইল ফোনের মাধ্যমে তার লোকজনের সাথে যোগাযোগ করে মুক্তিপণ ৩লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ইব্রাহিম হোসেন সোহাগকে হত্যা করা হবে বলে জানান। ঘটনার রাত সোয়া ৯ টার পর উক্ত কার যোগে অপহরণকারীরা শহরের এমকেরোডস্থ ওয়ান ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় সোহাগের সহযোগীরা দেখে চিৎকার দিলে অপহরণকারীরা তাদের প্রাইভেটের দরজা খুলে ইব্রাহিম হোসেন সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহরণের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here