যশোরে সন্ধ্যারাতে কলেজ ছাত্রকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি ছয় সন্ত্রাসী গ্রেফতার একজনের জবানবন্দি প্রদান

0
456

বিশেষ প্রতিনিধি : সন্ধ্যারাতে এক কলেজ ছাত্রকে অপহরণ পূর্বক মুক্তিপণ টাকা দাবি ও আদায়কালে পুলিশ ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। আসামীরা হচ্ছে,যশোর শহরের আবরপুর গোড়াপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদুল,রেলগেট পশ্চিমপাড়ার মনিমিয়ার ছেলে রফিকুল ইসলাম, আবরপুর গোরাপাড়ার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে মেহেদী,একই এলাকার মৃত শিপন দাসের ছেলে বাসুদেব দাস, শহরের বারান্দীপাড়া মোল্যাপাড়া লাল মিয়ার ছেলে জাকির হোসেন, আরবপুর কলু পাড়ার আমজেদ হোসেনের ছেলে রানা,কারবালা রাজ্জাক কলেজের পার্শ্বে রিমন হোসেন ও ঘোপ সেন্টাল রোড কবরস্থানের সামনে সোবাহানের ছেলে রাসেলসহ অজ্ঞাতনামা ২/৩জন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার বর্তমানে যশোর সদর উপজেলা হামিদপুর বাজারের পাশ্বে আকবর আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত সৈয়দ মান্নু গাজীর ছেলে সৈয়দ শামীমুজ্জামান বাদি হয়ে শুক্রবার ভোররাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সে যশোর এমএম কলেজে মাষ্টার্সে লেখাপড়া করে। রং নাম্বারের মাধ্যমে আসমা নামে এক নারীর সাথে তার পরিচয়। ১৯ মার্চ বৃহস্পতিবার উক্ত আসমাকে নিয়ে যশোর বিমানবন্দর রোডে ঘুরতে যায়। সেখান থেকে ইজিবাইক যোগে তার ভাড়া বাসায় ফিরছিল। সন্ধ্যা ৭ টায় ইজিবাইকটি যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি’র ক্যাম্পের সামনে পৌছালে উক্ত আসামীরা ৪ মোটর সাইকেল যোগে ইজিবাইকের গতিরোধ করে। ইজিবাইক থেকে সৈয়দ শামীমুজ্জামানকে অপহরণ করে যশোর শহরের টাউন হল ময়দানের পূর্বে পার্শ্বে পুকুর পাড়ে বেঞ্চের উপর বসায়। সন্ত্রাসীরা তাকে মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট করে। বিষয়টি শামীমুজ্জামান তার বড় ভাই সৈয়দ হোসেনকে তার নাম্বারে ফোন করে বিষয়টি জানায়। মুক্তিপনের টাকা পাঠাতে বলে । সন্ত্রাসীদে দেওয়া বিকাশ নাম্বারে বড় ভাই সৈয়দ হোসেন ৩৪শ’ টাকা পাঠায়। এতে সন্ত্রাসীরা আরো টাকা বিকাশে পাঠাতে বলে। এক পর্যায় সন্ত্রাসীরা সৈয়দ শামীমুজ্জামানের ১৫শ’ টাকার মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা পাঠানোর পরও ভাইকে মুক্তি না দেওয়ায় সৈয়দ হোসেন বিষয়টি কোতয়ালি মডেল থানাকে জানায়। কোতয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি জানারপর টাউন হলের আশপাশে অবস্থান নিয়ে স্থানীয় জনগনের সহায়তায় উক্ত জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম,মেহেদী হাসান ওরফে মেহেদী,বাসুদেব দাস, রাসেল ও জাকির হোসেনকে গ্রেফতার করে। অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় অপহরণকারীদের দখলে থাকা সৈয়দ শামীমুজ্জামানকে উদ্ধার করে। শুক্রবার সকালে আরবপুর এলাকা থেকে যশোরে চৌগাছা উপজেলার লস্করপুর পশ্চিম পাড়ার মুনজুর আলীর ছেলে আবু সাঈদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে এজাহার নামীয় ২ নং আসামী রফিকুল ইসলাম শুক্রবার সিনিয়র জুডিসিয়াল তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারকের কাছে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন।