যশোরে সন্ধ্যারাতে বোমাবাজি ও গণধোলাইয়েসন্ত্রাসী সানি নিহত আহত দু’জন

0
460

বিশেষ প্রতিনিধি : সন্ধ্যারাতে যশোর শহরের নতুন টার্মিনাল এলাকায় বোমাবাজি ও জনগনের হাতে গণধোলাইয়ে সানি (২২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে শহরের শংকরপুর নতুন টার্মিনাল এলাকার ধনু মিয়ার ছেলে। এ সময় বোমায় নয়ন (৩৫) ও গণধোলাইয়ে আনন্দ কুমার রায় (২৩) নামে আরো এক যুবক আহত হয়েছে। পুলিশের ঝামেলা এড়াতে নয়ন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার অজুহাতে পালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানান,মঙ্গলবার সন্ধ্যারা সাড়ে ৭ টার পর শহরের নতুন টার্মিনালস্থ যশোর কলেজের পাশে গলির মুখে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনগণ বোমায় আহত নয়ন, আনন্দ ও সানিকে পেয়ে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর বোমায় আহত নয়ন উন্নত চিকিৎসার দোহায় দিয়ে হাসপাতাল থেকে পুলিশের ঝামেলা এড়াতে দ্রুত পালিয়ে যায়। সে শহরের শংকরপুর ফারুক ও প্রয়াত কন্ঠ শিল্পী শিরিন সুলতানার ছেলে। আনন্দ নতুন টার্মিনাল এলাকার যশোর কলেজের পাশে অশোক কুমার রায়ের ছেলে বলে আনন্দর বোন লক্ষী রানী রায় জানান। আহত আনন্দ পুলিশকে জানান,সে সানি ও নয়ন একজায় ছিল। তারা নয়নকে এগিয়ে দেওয়ার সময় হঠাৎ দুই মোটর সাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী এসে নয়নকে উদ্দেশ্যে করে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষন করে। বোমায় নয়ন গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে,নয়ন,আনন্দ ও সানিসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা সন্ত্রাসী কার্যকলাপ করতে অবস্থান নিলে স্থানীয় জনগণ টের পেয়ে তাদের উপর চড়াও হয়। এসময় তারা বোমা চার্জ করে। বোমায় নয়ন আহত হলেও তার সাথে থাকা সানি ও আনন্দকে পেয়ে জনগণ গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে আনন্দকে জনগণ মারপিট করে। পরিস্থিতি উত্তেজনার এক পর্যায় হাসপাতালের ক্লবসিবল গেট টেনে ও পুলিশের সহায়তায় আনন্দকে রক্ষা করা হয়। হাসপাতালে চিকিৎসা গ্রহনের কিছুক্ষণ পর সানি মারা যায়। ঘটনার পর পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ হাসপাতালে ছুটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সানির লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here